হোম রাজনীতি ভোটারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন কামরুল ইসলাম

ভোটারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন কামরুল ইসলাম

কর্তৃক Editor
০ মন্তব্য 120 ভিউজ

রাজনীতি ডেস্ক:

আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপির আগুন সন্ত্রাসের মধ্য দিয়েও জনগণ যে উৎসবের সহিত ভোট দিয়েছে তাতে আমি সন্তুষ্ট।

রোববার (০৭ জানুয়ারি) বেসরকারি ফলাফল ঘোষণার পর তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।

কামরুল ইসলাম বলেন, শতকরা ৪৪ ভাগের বেশি ভোট পেয়েছি। পাশে থাকার জন্য ভোটারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
ঢাকা-২, আসন নং: ১৭৫

ইউনিয়ন সমূহ ব্যতীত কেরানিগঞ্জ উপজেলা- জিনজিরা, আগানগর, তেঘরিয়া, কোন্ডা ও শুভাট্যা, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ার্ড ৫৫, ৫৬, ও ৫৭ এবং সাভার উপজেলার নিম্নলিখিত ইউনিয়ন সমূহ আমিনবাজার, তেতুলঝড়া ও ভাকুর্তা নিয়ে গঠিত এ আসন। এ আসনে মোট ভোটার ৫৫৮,৯৫৪, মোট কেন্দ্র ১৯৭। পুরুষ ভোটার ২৮৯,৪৫৩, নারী ভোটার ২৬৯,৪৮৮।
তথ্যসূত্র: বাংলাদেশ নির্বাচন কমিশন (১ জানুয়ারি ২০২৩ হালনাগাদ তথ্য)

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ পুরুষ, আর ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ নারী। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। রোববারের ভোটে সারা দেশের ২৯৯ আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ১ হাজার ৯৭০ প্রার্থী। এর মধ্যে ১ হাজার ৫৩৪ জন ২৮টি রাজনৈতিক দলের প্রার্থী।

বাকি ৪৩৬ জন স্বতন্ত্র প্রার্থী। নওগাঁ-২ আসনে এক স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে ভোট হচ্ছে ২৯৯ আসনে। ওই আসনটিতে পরে ভোটগ্রহণ হবে। সব আসনেই ব্যালট পেপার ব্যবহার করে ভোটগ্রহণ হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন