হোম খুলনাবাগেরহাট ফকিরহাটে ভোট দিতে যাওয়ার পথে ভ্যান থেকে পড়ে তরুনীর মৃত্যু

ফকিরহাটে ভোট দিতে যাওয়ার পথে ভ্যান থেকে পড়ে তরুনীর মৃত্যু

কর্তৃক Editor
০ মন্তব্য 101 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর এলাকায় ভোট দিতে যাওয়ার পথে ভ্যানের চাকার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে সোনিয়া আক্তার (২২) নামে এক তরুনী মারা গেছেন।

নিহতের মা আফিয়া বেগম জানান, রোববার (৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে সোনিয়া আক্তারকে নিয়ে বাড়ি থেকে ভ্যানযোগে লখপুর আম্বিয়া ইসহাক কলেজিয়েট গার্লস স্কুল কেন্দ্রে যাচ্ছিলেন। তারা খুলনা-মোংলা মহাসড়ক দিয়ে যাওয়ার পথে ভ্যানের চাকার সাথে ওড়না পেঁচিয়ে যায় সোনিয়ার গলায়। এতে সে চলতি ভ্যান থেকে নিচে পড়ে গুরুত্ব আহত হন। তাকে উদ্ধার করে তিলক সিএসএস হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

নিহত সোনিয়া লখপুর ১নং ওয়ার্ডের মৃত রুহুল কুদ্দুসের একমাত্র মেয়ে। সোনিয়া তার মায়ের সাথে লখপুর যুগিখালী ব্রীজের নিচে সরকারী জায়গায় বসবাস করতেন। সে কাটাখালী হাইওয়ে থানায় রান্নার কাজ করতো।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, মরদেহের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন