রাজনীতি ডেস্ক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন।
সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ হবে না এমন আশঙ্কার কথা প্রকাশ করে তিনি শনিবার (৬ জানুয়ারি) বিকেলে তার ফেসবুক আইডিতে এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন।
মোবাইল ফোনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন লাঙ্গল প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন।
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণ জানতে চাইলে আহমেদ রিয়াজ উদ্দিন বলেন, ‘ভোটের পরিবেশ এতদিন ভালো ছিল। এখন সুষ্ঠু নির্বাচনের কোনো সুযোগও নেই।’
তিনি বলেন, ‘গত রাতে আওয়ামী লীগের প্রার্থী পরিবেশ, বন ও জলবায়ুবিষয়কমন্ত্রী মো. শাহাব উদ্দিন প্রত্যেক ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি-সেক্রেটারিকে ডেকে বলেছেন যার যার সেন্টারে পাশ করিয়ে দিতে হবে। এই তথ্যও আমার কাছে আছে। হঠাৎ করে তারা প্ল্যান পাল্টিয়েছে। তাহলে আমি কেন পাল্টাব না। ভোটের দিন দুপুরে কাঁদার চেয়ে, আগের দিন সরে যাওয়া ভালো।’