হোম আন্তর্জাতিক বাংলাদেশের নির্বাচন প্রভাবিত করতে চাচ্ছে পশ্চিমারা: রুশ নির্বাচন কমিশনার

বাংলাদেশের নির্বাচন প্রভাবিত করতে চাচ্ছে পশ্চিমারা: রুশ নির্বাচন কমিশনার

কর্তৃক Editor
০ মন্তব্য 134 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার নির্বাচন কমিশনের সদস্য আন্দ্রে শুটভ বলেছেন, যুক্তরাষ্ট্রসহ কয়েকটি পশ্চিমা দেশ বাংলাদেশের জাতীয় নির্বাচন ও এর ফলাফল প্রভাবিত করতে চাচ্ছে।

শনিবার (৬ জানুয়ারি) ঢাকা থেকে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

রোববার (৭ জানুয়ারি) বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে। নির্বাচন পর্যবেক্ষণে তিন সদস্যের একটি প্রতিনিধি দল পাঠিয়েছে রাশিয়া। দলটি এরই মধ্যে ঢাকায় পৌঁছেছে। যার নেতৃত্ব দিচ্ছেন দেশটির নির্বাচন কমিশনের সদস্য আন্দ্রে শুটভ।

রুশ সংবাদ সংস্থা তাসকে দেয়া সাক্ষাৎকারে শুটভ বলেন, ‘বাংলাদেশের পক্ষে নির্বাচনের বৈধতা বিষয়ক যেসব নীতি রয়েছে তার বাস্তবায়ন নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।’

‘বিশেষ করে যখন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা দেশগুলো এই নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত, হস্তক্ষেপ এবং এর ফলাফলকে প্রভাবিত করার চেষ্টা করছে। আর তারা এটা করছে বিভিন্ন সংস্থা ও নিজেদের আধিপত্যের মাধ্যমে’, যোগ করেন তিনি।

শুটভ আরও বলেন, বাংলাদেশই একমাত্র দেশ নয় যেখানে তারা এ ধরনের কার্যক্রম চালাচ্ছে। যুক্তরাষ্ট্র যারা নিজেদেরকে বিশ্ব ব্যবস্থার নেতা ঘোষণা করেছে, তারা সারা বিশ্বের নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়।

রুশ নির্বাচন কমিশনার বলেন, ‘বাংলাদেশ একটা তরুণ রাষ্ট্র। ১৯৭১ সালে যেটা প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু দেশটি এরই মধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলকে সাথে নিয়ে একটি স্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলেছে। এখানে প্রত্যেকটি দলের নিজস্ব ভোটার ও সমর্থক রয়েছে।’

তিনি আরও বলেন, ‘এখানে স্থিতিশীল রাজনৈতিক প্রক্রিয়া দ্রুত বিকাশিত হচ্ছে এবং সেটা স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের ওপর ভিত্তি করে গড়ে উঠছে। সুতরাং বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা যেভাবে কাজ করছে তা রাশিয়াসহ অনেক বিদেশি পর্যবেক্ষকদের জন্য খুবই আগ্রহের বিষয় হয়ে উঠেছে।’

আন্দ্রে শুটভ বলেন ‘আশা করছি, আগামীকাল নির্বাচনে আমরা এই ব্যবস্থাটিকে কার্যকর দেখতে পাব। এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন