হোম রাজনীতি নির্বাচনের আগে এমপির বাড়িতে বিএনপি-জামায়াতের হামলার অভিযোগ

নির্বাচনের আগে এমপির বাড়িতে বিএনপি-জামায়াতের হামলার অভিযোগ

কর্তৃক Editor
০ মন্তব্য 108 ভিউজ

রাজনীতি ডেস্ক:

নির্বাচনের আগ মুহূর্তে গাইবান্ধা-৩ (পলাশবাড়ী- সাদুল্লাপুর) আসনের সংসদ সদস্য ও নৌকার প্রার্থী অ্যাডভোকেট উম্মে কুলছুম স্মৃতির বাস ভবন ও গাড়িতে হামলা করার অভিযোগ উঠেছে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে।

শনিবার (৬ জানুয়ারি) বিকেল ৪টায় পলাশবাড়ী পৌর শহরের কালীবাড়ি বাজার এলাকার বাসায় এ হামলা চালানো হয়। এ সময় স্মৃতির বাসার সামনে রাখা গাড়িতে ভাঙচুর চালানো হয়।

হামলার সময় সংসদ সদস্য উম্মে কুলছুম স্মৃতি বাস ভবনে অবস্থান করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপি-জামায়াতের একটি মিছিল স্থানীয় সাথী হলের সামনে থেকে বের হয়ে কালীবাড়ি বাজার এলাকায় এমপির বাসার সামনে পৌঁছালে মিছিল থেকে তার বাসা উদ্দেশ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।

হামলার ঘটনায় সংসদ সদস্য উম্মে কুলছুম স্মৃতি বলেন, পরিকল্পিতভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে। এর বিচার হওয়া দরকার। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই এমন হামলা।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। কেউ রেহাই পাবে না।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন