হোম রাজনীতি জনমনে ভীতি তৈরির চেষ্টা করছে বিএনপি-জামায়াত: অধ্যাপক আরাফাত

জনমনে ভীতি তৈরির চেষ্টা করছে বিএনপি-জামায়াত: অধ্যাপক আরাফাত

কর্তৃক Editor
০ মন্তব্য 102 ভিউজ

রাজনীতি ডেস্ক:

বিএনপি-জামায়াত নাশকতার মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে জানিয়েছেন ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত।

শনিবার (৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলটির নির্বাচন পরিচালনা সংক্রান্ত মিডিয়া উপকমিটির পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

অধ্যাপক আরাফাত বলেন, বিএনপি ভোট বর্জনের রাজনীতি করছে। তারা সারাদেশে অগ্নিসংযোগ করছে। আওয়ামী লীগের কার্যালয়ও পুড়িয়ে দিচ্ছে। হরতাল, লিফলেট বিতরণ করে ব্যর্থ হয়ে এখন তারা ট্রেনে আগুন দিয়ে জনমনে ভীতি তৈরির চেষ্টা করছে। নির্লজ্জের মতো ট্রেনে আগুন দিয়ে তারা সুষ্ঠু তদন্তও চাইছে!

তিনি বলেন, নাশকতা চালিয়ে হুমকি দিয়ে মানুষকে ভয় দেখাচ্ছে বিএনপি-জামায়াত, যেন ভোটাররা ভোট কেন্দ্রে যেতে না পারে। তারা মানুষের বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছে।

বিএনপি-জামায়াত সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে সরকারের ওপর দোষ চাপাতে চায় বলেও জানান আওয়ামী লীগের এই নেতা।

বিদেশি সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে কোনো একতরফা নির্বাচন হচ্ছে না। সবার অংশগ্রহণের সুযোগ ছিল। তবে বিএনপি নিজের জায়গা থেকে নির্বাচনে অংশগ্রহণ করেনি। তারা নির্বাচন বানচাল করতে চেষ্টা চালাচ্ছে। গত ২৮ অক্টোবর হাসপাতাল, পুলিশ, সাংবাদিক এবং সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছে দলটি। নাশকতা করে ভোটারদের ভোট দেয়ায় বাধা সৃষ্টির অপচেষ্টা করছে।

কানাডিয়ান কোর্ট বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলেছে। সেক্ষেত্রে বিএনপির এমন নাশকতা বা অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ কোনো ব্যবস্থা নেবে কিনা- এমন প্রশ্নে অধ্যাপক আরাফাত বলেন, দলীয়ভাবে কোনো পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত হয়নি। তবে নির্বাচন কমিশন চাইলে তারা পদক্ষেপ নিতে পারে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন