হোম এক্সক্লুসিভ কালীগঞ্জে গভীর রাতে নৌকার নির্বাচনী অফিসে দুর্বৃত্তদের আগুনে অফিস, দু’টি ব্যবসায়ী প্রতিষ্ঠান সহ ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই

কালীগঞ্জে গভীর রাতে নৌকার নির্বাচনী অফিসে দুর্বৃত্তদের আগুনে অফিস, দু’টি ব্যবসায়ী প্রতিষ্ঠান সহ ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই

কর্তৃক Editor
০ মন্তব্য 180 ভিউজ

হাফিজুর রহমান, কালিগঞ্জ (সাতক্ষীরা):

সাতক্ষীরার কালীগঞ্জে বি, এন, এম এর প্রার্থী এইচ,এম গোলাম রেজার বাড়ির গেটের পাশে এবং কালিগঞ্জ থানা, এএসপি সার্কেল অফিস থেকে ৫০ গজ দূরে নৌকার নির্বাচনী অফিসে গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে নির্বাচনী অফিস, ২টি দোকান বাড়িসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই। খবর পেয়ে পাশে থাকা কালিগঞ্জ এ,এস,পি সার্কেল অফিসের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম ঘটনাস্থলে এসে নিজে পুলিশ সদস্যদের কে নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটাররা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি ঘটেছে গত (৫ নভেম্বর) শুক্রবার রাত আনুমানিক আড়াইটার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস থেকে ৩’শ গজ পূর্বে থানার সন্নিকটে বাজার গ্রাম গ্রামে।

সকালে খবর পেয়ে শনিবার বেলা সাড়ে ১১টার সময় সাতক্ষীরা- ৪ শ্যামনগর কালীগঞ্জ (আংশিক) আসনের নৌকার প্রার্থী এস, এম আতাউল হক দোলন ও সাতক্ষীরা-৪ আসনের এর নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক এজাজ আহমেদ স্বপন, কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ,মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম ও অতিরিক্ত পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেলের আমিনুর রহমান সহ আওয়ামী লীগ এর নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বিষয়টি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবগত ছাড়াও সাতক্ষীরা জেলা রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়।

কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান উপস্থিত সাংবাদিকদের জানান অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

নৌকার প্রার্থী এস, এ মাতাউল হক দোলন সাংবাদিকদের জানান আমার নির্বাচনী অফিস থেকে মাত্র ২৫ গজ দূরে আমার প্রতিপক্ষ বি এন এম এর নোঙ্গর এর প্রার্থী এইচ,এম গোলাম রেজার বাড়ির পাশে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে নির্বাচনী অফিসে আগুন লাগার ঘটনায় দলীয় নেতাকর্মীদের এবং ভোটারদের মাঝে এাস ও ভীতি সৃষ্টি করে ভোটকেন্দ্রে না যাওয়ার পায়তারা চালাচ্ছে। বিষয়টি আমি রিটার্নিং কর্মকর্তা ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী গিয়াস উদ্দিন, তার পুত্র সুলতান, তামজিদ ও এশিয়া স্টিল ফার্নিচারের স্বত্বাধিকারী ব্যবসায়ী মিলন সাংবাদিকদের জানান শুক্রবার রাতে সবাই যখন ঘুমিয়ে তখন রাত আনুমান৷ আড়াই টার সময় নির্বাচনী অফিস সহ পাশে অবস্থিত ২’টি দোকানে পেট্রোল ঢেলে আগুন লাগানো হয়। ওই সময় দোকানে রক্ষিত মালামাল এবং অফিসের চেয়ার টেবিল দু’টি মোটরসাইকেল সহ পিছে ভবন মালিক গিয়াস উদ্দিনের বাড়িতে আগুন লেগে যায়। আগুনে আসবাবপত্র, দোকানের মালামাল পুড়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়। ভোটের ঠিক একদিন আগে এমন ঘটনা নিয়ে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন