হোম এক্সক্লুসিভ সাতক্ষীরা-১ আসনের নৌকার প্রার্থী ফিরোজ আহমেদ স্বপনের বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা

সাতক্ষীরা-১ আসনের নৌকার প্রার্থী ফিরোজ আহমেদ স্বপনের বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা

কর্তৃক Editor
০ মন্তব্য 199 ভিউজ

সংকল্প ডেস্ক:

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদীয় আসনের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী ফিরোজ আহমেদ স্বপনের বিরুদ্ধে নির্বাচনী আচরন বিধি ভঙ্গের অভিযোগে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেন কলারোয়া উপজেলা নির্বাচন কমিশনার।

নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে নির্বাচনী আচরন বিধি ভঙ্গের অভিযোগে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদীয় আসনে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী ফিরোজ আহমেদ স্বপনের বিরুদ্ধে আজ শুক্রবার মামলা দায়েরের নির্দেশ দেন নির্বাচন কমিশনার। এঘটনায় কলারোয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কলারোয়া উপজেলা নির্বাচন কমিশনার বাদী হয়ে কলারোয়া থানায় মামলাটি দায়ের করেন।

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদীয় আসনে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী ফিরোজ আহমেদ স্বপন তার নির্বাচনী জনসভায় বলেন, আগামী ৭ জানুয়ারি নির্বাচনের দিন আ.লীগ ব্যতিত অন্য কোনো দলের ভোটার গণ ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেন না। তাদের দলের কোনো প্রার্থী নেই। তারা যদি ভোট কেন্দ্রে যায় একটা গন্ডগোল বাঁধবে। আমার কর্মীরা যদি দেখে তারা নৌকাতে ভোট দেয়নি, তাহলে অন্য আরেকটি ঝামেলা হবে। তার চেয়ে তারা কেন্দ্রে যাবে না। আমরা নির্বাচিত হলে কথা দিচ্ছি তাদের কোনো ক্ষতি হবে না, এটাই হলো বড় মেসেজ।

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদীয় আসনে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী ফিরোজ আহমেদ স্বপনের এই বক্তব্য গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৩ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরন বিধিমালা ২০০৮ এর বিধি ১১ লঙ্ঘনের দায়ে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদীয় আসনে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী ফিরোজ আহমেদ স্বপনের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন