জাতীয় ডেস্ক:
নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশে বরগুনার আমতলী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মতিয়ার রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরের উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা বাদী হয়ে আমতলী থানায় এই মামলা করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাখাওয়াত হোসেন তপু।
এর আগে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় আচরণবিধি লঙ্ঘন করে বরগুনা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার ফোরকানকে কটূক্তি এবং সাধারণ ভোটারদের হুমকি দেয়ার অভিযোগে নির্বাচন কমিশন আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তাকে মতিয়ার রহমানের বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে মামলার নির্দেশ দেন।
এ বিষয়ে আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনার পাশাপাশি বেধে দেয়া সময়ের মধ্যেই আমতলী পৌরসভার মেয়র মতিয়ার রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। এখন এ ঘটনায় পুলিশ আইনগত পদক্ষেপ গ্রহণ করবে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, মেয়র মতিয়ার রহমানের বিরুদ্ধে উপজেলা নির্বাচন কর্মকর্তার দায়ের করা মামলা আমরা গ্রহণ করেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।