হোম খেলাধুলা নির্বাচনের আগেই ফিটনেস ট্রেনিংয়ে সাকিব

নির্বাচনের আগেই ফিটনেস ট্রেনিংয়ে সাকিব

কর্তৃক Editor
০ মন্তব্য 58 ভিউজ

স্পোর্টস ডেস্ক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে নির্বাচন করছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান। আগামী ৭ জানুয়ারি হবে ভোটের লড়াই। তবে এর আগেই ক্রিকেটে ফেরার প্রস্তুতি শুরু করে দিয়েছেন এই তারকা।

নির্বাচনের ২ দিন আগে নিয়মানুযায়ী প্রচারণা শেষ করেছেন সাকিব। প্রচারনার সময়সীমা শেষ হয়ে যাওয়ায় এখন মাগুরা স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছেন তারকা এই ক্রিকেটার।

শুক্রবার (৫ জানুয়ারি) বিকেল চারটার দিকে সাকিব মাগুরা স্টেডিয়ামে আসেন। এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় দলের সতীর্থ রনি তালুকদার এবং নাজমুল ইসলাম অপু। সাকিবকে ফিটনেস ট্রেনিংয়ে সাহায্য করেন বিসিবির ফিটনেস ট্রেইনার আসলাম।

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ খেলার সময় গত বছর দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাম হাতের আঙ্গুরের চোট পান সাকিব। সেই ব্যথা নিয়েই শ্রীলংকার বিপক্ষে ম্যাচ খেলেন। বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচ ইনজুরির জন্য খেলতে পারেননি।

আঙুলের ইনজুরি নিয়েই সাকিব নির্বাচনী প্রচারণা চালান। বর্তমানে আঙুলের ইনজুরি সেরে গেছে বিশ্বসেরা অলরাউন্ডারের। আগামী ১৯ জানুয়ারি শুরু হচ্ছে বিপিএল। তার আগে ফিটনেস ফিরে পেতে নির্বাচনী ব্যস্ততার ফাঁকেই ফিটনেস নিয়ে কাজ করলেন সাকিব। এবারের বিপিএলে রংপুর রাইডার্সে খেলার কথা রয়েছে বিশ্বসেরা অলরাউন্ডারের।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন