রাজনীতি ডেস্ক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নামে সরকার প্রহসন মঞ্চস্থ করছে বলে অভিযোগ তুলেছেন এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব) অলি আহমেদ।
শুক্রবার (৫ জানুয়ারি) নির্বাচন ইস্যুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন।
নির্বাচনে অংশ নিতে নানা প্রলোভন দেখানো হয়েছে উল্লেখ করে কর্নেল অলি বলেন, প্রহসনের নির্বাচনে অংশ নিতে রাজি করানোর জন্য ছয় জনের একটি গ্রুপ আমার বাসায় এসেছিল। তারা কোটি টাকা, মন্ত্রিত্ব, দুটি সিট অফার করেছিল, আমি রাজি হইনি। একজন মুক্তিযোদ্ধা হিসেবে দেশের গণতন্ত্রের সঙ্গে বেইমানি করিনি।
তিনি এ সময় দাবি করেন, প্রধান বিরোধী দল বিএনপিকে ছাড়া কখনো অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়, ৭ জানুয়ারি প্রহসন হবে। ভোট বর্জন করতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
নির্বাচনের পর রাজনীতির আসল খেলা হবে উল্লেখ করে এলডিপি চেয়ারম্যান বলেন, বিশ্বের ক্ষমতাধররা বসে নেই, বসে থাকবে না। তারা পরিকল্পনা অনুযায়ী কাজ করবে। আর ৭ জানুয়ারির পর খেলা হবে। সরকার ক্ষমতায় টিকতে পারবে না।
দেশে একদলীয় শাসন চালু করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দেশে ‘ওয়ান উইমেন’ সিস্টেম চালু করেছেন প্রধানমন্ত্রী, একদলীয় শাসন কায়েম হচ্ছে।
এ সময় জামায়াতের রাজনীতি নিয়েও কথা বলেন মুক্তিযোদ্ধা অলি। তিনি দাবি করেন, জামায়াতে ইসলামিতে এখন আর কোনো রাজাকার নেই, আগের সব নেতাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। জামায়াতের রাজনীতি করার অধিকার আছে। কিন্তু সরকার জামায়াতকে নিপীড়ন করছে বলে অভিযোগ করেন এ সিনিয়র রাজনীতিবিদ।