নড়াইল অফিস:
নড়াইলে বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহসপতিবার (৪ জানুয়ারি) দিবসটি পালন উপলক্ষে জেলা ছাত্রলীগের আয়োজনে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর মুর্যালে শ্রদ্ধাঞ্জলি অর্পনের মধ্যদিয়ে দিনের কর্মসুচি শুরু হয়।
পরে রুপগজ্ঞ বাজার থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এসে,কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠান হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি নাইম ভূইয়া,সাধারণ সম্পাদক স্বপ্নীল সিকদার নীল,সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাহুল ঘোষ,সাধারন সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টুসহ জেলা উপজেলা পৌর শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
জেলা ছাত্রলীগের সভাপতি নাইম ভূইয়া জানান,দ্বাদশ নির্বাচনের কারণে এবারে নড়াইল জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে । দলীয় প্রতীক নৌকার প্রচার প্রচারণার জন্য জেলা ছাত্রলীগ নড়াইল -১ ও নড়াইল-২ নির্বাচনী এলাকায় সময় দেয়ার কারণে এই সিধান্ত নেয়া হয়।