হোম রাজনীতি আর মাত্র ৩ দিন, শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ের চেষ্টায় ছুটছেন প্রার্থীরা

আর মাত্র ৩ দিন, শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ের চেষ্টায় ছুটছেন প্রার্থীরা

কর্তৃক Editor
০ মন্তব্য 109 ভিউজ

রাজনীতি ডেস্ক:

ভোটের লড়াইয়ের বাকি আর মাত্র তিন দিন। শেষ মুহূর্তে নির্বাচনের মাঠ নিজের পক্ষে রাখতে মরিয়া প্রার্থীরা। শীত উপেক্ষা করে ছুটছেন মানুষের দ্বারে দ্বারে। প্রতিশ্রুতি দিয়ে করছেন ভোটারের মন জয়ের চেষ্টা।

শেষ মুহূর্তে ভোটের মাঠ যার পক্ষে থাকবে, তারই সম্ভাবনা জয়ের মালা পরার। তাইতো কুয়াশাভেজা শীতের সকাল থেকেই জনতার কাতারে শামিল দাপুটে ক্রিকেটার সাকিব আল হাসান। রাজনীতির মাঠেও সেরা হওয়ার লড়াইয়ে জয়ী হতে কোনো কমতি রাখতে চান না তিনি।

মাগুরা-১ আসনে গণসংযোগে ছেলে-বুড়ো, নারী-পুরুষ সবাই আপন করে নেন বিশ্বসেরা অলরাউন্ডারকে।

সাকিব বলেন, গোটা বাংলাদেশে এখন নির্বাচনের উৎসবমুখর পরিবেশ। আমার ধারণা প্রতিটি জায়গায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল ফরিদপুরে প্রধানমন্ত্রীর জনসভায় আমি এসেছিলাম, আজ এসেছি শামীম ভাইয়ের নির্বাচনী প্রচারণায়। প্রধানমন্ত্রী ফরিদপুরের মানুষের প্রতি যে পরিমাণ ভালোবাসা দেখিয়েছেন তাতে এ জেলার মানুষ তার প্রতিদান ভোটের মাধ্যমেই দেবেন।’

এদিকে, সাকিবের জনপ্রিয়তার সঙ্গে নিজের ইমেজ যোগ করে দ্বিগুণ শক্তিতে মাঠ দখলে মরিয়া ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী শামিম হক। তাইতো বিশ্বসেরা ক্রিকেটার ছাদখোলা মাইক্রোবাসের বহরে নৌকার পক্ষে লিফলেট বিতরণ করেন। ফরিদপুর-৪-এ অবকাশ নেই স্বতন্ত্র প্রার্থী নিক্সন চৌধুরীরও।

শরীরটা অনুকূলে নেই, তবুও থেমে থাকার পাত্র নন আরেক লড়াকু মাশরাফী বিন মোর্ত্তজা। ভোটের মাঠে সুবিধাজনক অবস্থানে থাকতে নড়াইল-২ আসনের পথে-প্রান্তরে দিন-রাত ছুটে চলা তার।

এদিকে বিরোধীদের ভোটব্যাংক ভেঙে নিজের করে নিতে ব্যস্ততায় কাটছে মেহেরপুর-১ আসনে নৌকার প্রার্থী ফরহাদ হোসেনের। শান্তি-সম্প্রীতির ধারা বজায় রাখতে নৌকাকে জয়ী করতে যশোর-৩ আসনে প্রচারণায় সরব কাজী নাবিল আহমেদও।

অন্যদিকে কোনো এলাকা গণসংযোগ থেকে বাদ পড়ল কি না, তা খুঁজে খুঁজে প্রতিটি ভোটারের কাছে যাচ্ছেন সিরাজগঞ্জ-৬ আসনে নৌকার প্রার্থী চয়ন ইসলাম, নেত্রকোনা-১-এর মোশতাক আহমেদ রুহি, লক্ষ্মীপুর-২-এ নূর উদ্দিন নয়ন, জামালপুর-৫ আবুল কালাম আজাদ এবং পাবনা-৫-এ ন্যাশনাল পিপলস পার্টির মোহাম্মদ আবু দাউদ।

ফের জনসেবার সুযোগ পেতে ভোটারদের সঙ্গে মিলেমিশে একাকার পিরোজপুর-১ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শ.ম. রেজাউল করিম। আনন্দমুখর পরিবেশে সবাই ভোট দেবেন বলে প্রত্যাশা তার।

শুধু রাজনৈতিক দলের প্রতীক নয়, ব্যক্তি ইমেজেও প্রভাবিত হতে পারেন ভোটাররা। আর এই সুযোগটি কাজে লাগাতে চান রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি ও হবিগঞ্জ-৪ আসনের ব্যারিস্টার সায়েদুল হক সুমন। শেষ পর্যন্ত টিকে থাকতে গ্রামেগঞ্জে সভা-সমাবেশে সময় পার করছেন তারা।

যে যাকেই পছন্দ করুক না কেন, ৭ জানুয়ারি ভোট-উৎসবে সবাইকে শামিল হওয়ার আহ্বান জানান নৌকা, লাঙ্গল, ঈগল, ট্রাকসহ অন্যান্য প্রতীকের কান্ডারিরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন