হোম রাজনীতি কেউ ডলা দিতে বাধ্য করবেন না: শাহজাহান ওমর

কেউ ডলা দিতে বাধ্য করবেন না: শাহজাহান ওমর

কর্তৃক Editor
০ মন্তব্য 87 ভিউজ

রাজনীতি ডেস্ক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশি-বিদেশি চক্র নজরদারি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সাবেক নেতা ও সদ্য নৌকায় ওঠা শাহজাহান ওমর।

বুধবার (৩ জানুয়ারি) ঝালকাঠি-১ আসনের রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে কেওতা মাদ্রাস মাঠে আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এ মন্তব্য করেন।

শাহজাহান ওমর বলেন, ‘আমি লক্ষ্য করছি কয়েকটি উকুন আমার মাথায়, আমার চুলের নিচে থেকে রক্ত চুষে ইমিউনিটি অর্জন করেছে। ওই উকুনগুলো নিজেদের কী ভাবে? আমি আল্লাহর ইচ্ছায় এমন ডলা দেবো, সব উকুন শেষ হয়ে যাবে। আমাকে কেউ বাধ্য করবেন না ডলা দিতে।

বিএনপির সাবেক এই নেতা আরও বলেন, নির্বাচনে দেশি-বিদেশি চক্র নজরদারি করছে। বিশেষ করে আপনাদের এই সিটে অনেক সাংবাদিক, বিরোধী দলীয় এজেন্ট, দেশি-বিদেশি এজেন্ট গোপনে তথ্য নেবে।

তিনি জাল ভোট থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, যদি একটা জাল ভোট দেন কট হয়ে যাবেন, যদি একটা মৃত ব্যক্তির ভোট কাস্ট করেন কট হয়ে যাবেন। যারা বিদেশ থাকে তাদের ভোট দেন কট হয়ে যাবেন। দয়া করে এইগুলো করবেন না।

শুক্তাগড় ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এ সভায় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুজিবুল হব মৃধার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সঞ্জীব কুমার বিশ্বাস, উপজেলার চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম সরফরাজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চুসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন