হোম খুলনাযশোর পাঁজিয়া ডিগ্রি কলেজ প্রতিষ্ঠাতার প্রয়াণে স্মরণ সভা

পাঁজিয়া ডিগ্রি কলেজ প্রতিষ্ঠাতার প্রয়াণে স্মরণ সভা

কর্তৃক Editor
০ মন্তব্য 128 ভিউজ

ভ্রাম্যমান প্রতিনিধি :

কেশবপুরের পাঁজিয়া ডিগ্রি কলেজ প্রতিষ্ঠার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, কেশবপুরের সাংস্কৃতিক ঐতিহ্যের বরেণ্য উত্তরাধিকার প্রনব চৌধুরী (কাজল)-এর প্রয়াণে “স্মরণ সভা” অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে তাঁর আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সদ্য প্রয়াত প্রনব চৌধুরী সোমবার (২৫ ডিসেম্বর-২৩) সকালে হৃদরোগসহ নানা রকম শারীরিক অসুস্থতার কারণে ৭২ বছর বয়সে পাঁজিয়া গ্রামের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বুধবার (০৩ জানুয়ারি) ‘২০২৪ সকালে পাঁজিয়া ডিগ্রি কলেজের আয়োজনে প্রতিষ্ঠানের হলরুমে কলেজ প্রতিষ্ঠার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য প্রনব চৌধুরী (কাজল)-এর প্রয়াণে “স্মরণ সভা” অনুষ্ঠিত হয়েছে। পাঁজিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ রুহুল আমিন-এর সভাপতিত্বে ও জেষ্ঠ্য প্রভাষক আঃ সাত্তার-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ডুমুরিয়া উপজেলার চুকনগর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক কফিল উদ্দিন, পাঁজিয়া সমাজ কল্যান সংস্থার পরিচালক বাবর আলী গোলদার, কলেজের সহকারী অধ্যাপক অনুকূল চন্দ্র মণ্ডল, সুব্রত বসু, আলী আব্বাস, তাপস বিশ্বাস প্রমূখ।

তিনি পাঁজিয়া ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা সদস্য, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র এবং পরবর্তিতে পরিচালনা কমিটির প্রাক্তন সদস্য, কেশবপুর উপজেলা পুজা উদযাপন পরিষদের প্রানপুরুষ বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নান্দনিক উপস্থাপক, ভরাট কণ্ঠের সৌখিন আবৃত্তি শিল্পী, একজন অসাম্প্রদায়িক ও আলোকিত মানুষ সরকারি চাকরিতে থেকেও তিনি সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে নিরলস কর্মী ছিলেন। সর্বশ্রদ্ধেয় প্রণব কান্তি চৌধুরী (কাজলদা) ছিলেন পাঁজিয়া তথা কেশবপুরের সাংস্কৃতির জগতে এক উজ্জ্বল নক্ষত্র। যাত্রা মঞ্চে তাঁর ভরাট গলা আর দীর্ঘদেহে পদচারণা সকলকে মুগ্ধ করতো।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন