স্পোর্টস ডেস্ক:
৫৫ রানে নেই ১০ উইকেট। তাতে আরও একবার লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছে দক্ষিণ আফ্রিকা। এর আগে ১৯১২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৫৮ রানে অলআউট হয়েছিল প্রোটিয়ারা। শত বছরের অধিক সময় পরে এসে সেই লজ্জার রেকর্ড টপকে গেল দলটি। এবার তারা নাস্তানাবুদ হয়েছে ভারতের বিপক্ষে।
বুধবার (৩ জানুয়ারি) কেইপ টাউন টেস্টে মাঠে নামে দক্ষিণ আফ্রিকা ও ভারত। ম্যাচটিতে টসে জিতে আগে ব্যাটিংয়ে নামে প্রোটিয়ারা। কিন্তু ২৩.২ ওভারেই তাদের ইনিংস শেষ হয় মাত্র ৫৫ রানে। দলের হয়ে দুই অঙ্কের রান ছুঁতে পেরেছেন মাত্র দুজন ব্যাটসম্যান। এছাড়া বাকিরা আউট হয়েছেন ৫ রানের নিচে থেকে।
এ দিকে অতীতে ৫৫ রানের কমে আরও অন্তত ৭ বার অলআউট হয়েছিল দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে মাত্র ৩০ রানেরও ইনিংস রয়েছে। ১৮৯৬ ও ১৯২৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৩০ রানের মধ্যেই গুটিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার ইনিংস।
এখন পর্যন্ত টেস্ট ম্যাচে সবচেয়ে কম রানের রেকর্ড নিউজিল্যান্ডের দখলে। দলটি মাত্র ২৬ রানে অলআউট হয়েছিল ১৯৫৫ সালে। এরপরের চারটি সর্বনিন্ম রানের রেকর্ড অবশ্য প্রোটিয়াদের। ফলে দলটি এমন লজ্জার রেকর্ডে আগে থেকেই অভ্যস্ত বলা চলে। এবার দীর্ঘদিন পরে আবারও সেই স্মৃতি মনে করিয়ে দিল ডিন এলগারের দল।
এ দিন ভারতের হয়ে একাই প্রোটিয়াদের ইনিংস ধসিয়ে দেওয়ার দায়িত্ব নেন মোহাম্মদ সিরাজ। তিনি ৯ ওভার বল করে তুলে নিয়েছেন ৬টি উইকেট। এছাড়া জাসপ্রীত বুমরাহ ও মুকেশ কুমার নিয়েছেন ২টি করে উইকেট।