অনলাইন ডেস্ক:
চট্টগ্রামের সীতাকুণ্ডে রেললাইন ফেটে ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার সকাল ৭টার দিকে সীতাকুণ্ড পৌরসভার সিরাজ ভূঁইয়ার রাস্তার মাথা এলাকায় ওই ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশ সুপার প্রকৌশলী হাসান চৌধুরী।
তিনি বলেন, রেলওয়ের টেকনিক্যাল বিভাগ থেকে জানানো হয়েছে, প্রচণ্ড শীতের কারণে লাইনের ওই ছোটা অংশটি ফেটে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
রেলওয়ে সূত্র জানান, সকাল ৬টার দিকে চট্টলা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে আসে। ট্রেনটি উপজেলার শুকলাল হাট প্রগতি ইন্ডাস্ট্রিজ এলাকায় পৌঁছালে ইঞ্জিনের পেছনের বগি লাইনচ্যুত হয়।
পরে ঘটনাস্থলে নেমে রেললাইনের ফাটা অবস্থায় দেয়া যায়। তবে ওই দুটি লাইনের একটিতে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও একটিতে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে সকাল ১০টার দিকে বিকল্প লাইনেও ট্রেন চলাচল স্বাভাবিক হয়।