হোম অন্যান্যসারাদেশ ঘন কুয়াশা: মাঝ নদীতে ৮ ফেরি আটকা

ঘন কুয়াশা: মাঝ নদীতে ৮ ফেরি আটকা

কর্তৃক Editor
০ মন্তব্য 98 ভিউজ

অনলাইন ডেস্ক:

পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে মাঝ পদ্মায় ছোট-বড় আটটি ফেরি আটকা পড়েছে; দুর্ভোগে পড়েছেন যানবাহনের শ্রমিক, যাত্রী ও ব্যবসায়ীরা। এ ছাড়া পারাপারের অপেক্ষায় রয়েছে ৮ শতাধিক যানবাহন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ঘন কুয়াশার কারণে সকল প্রকার নৌ-যান চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি।

জানা গেছে, রাত ১০টার দিকে কুয়াশার মাত্রা বৃদ্ধি পেতে থাকে। রাত সাড়ে ১১টার দিকে কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ করলে ফেরি চলাচলের বিকনবাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এতে দুর্ঘটনা এড়াতে রাতে এই তিনটি নৌ-রুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেন কর্তৃপক্ষ। এ সময় মাঝ নদীতে আটকা পড়ে ছোট-বড় আটটি ফেরি। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় প্রায় ৮ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে; বেড়েছে দুর্ভোগ।

যাত্রী আমির হোসেন জানান, রাত ১১টায় এসেছি, ঘাট এলাকায়। শীতের মধ্যে যে দুর্ভোগ, তা ভাই বলে বোঝাতে পারবো না।

মাছ নিয়ে ঘাটে বসে আছেন কামাল মিয়া। তিনি জানান, ট্রাকের মাছ পচে যাওয়ার আশঙ্কায় তিনি চিন্তার মধ্যে আছেন। সময়মত পৌঁছাতে না পারলে, গুনতে হবে লোকশান।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক এম শাহ মোহাম্মদ খালিদ নেওয়াজ জানান, দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল ফের স্বাভাবিক করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন