অনলাইন ডেস্ক:
ইংরেজি নববর্ষ উদযাপনে আইনশৃঙ্খলা বাহিনীর নানা বিধিনিষেধ থাকলেও তা মানা হয়নি। থার্টি ফার্স্ট নাইট উদযাপনে বাজি-পাটকার সঙ্গে বেজেছে উচ্চ শব্দের সাউন্ড বক্স। এ বিষয়ে সরকারের জরুরি সেবা নম্বর ৯৯৯-এ অভিযোগ জমা পড়েছে ৯৭১টি। এর মধ্যে শুধু ঢাকা মহানগর এলাকার ২৩৭টি অভিযোগ জমা পড়েছে।
সোমবার (১ জানুয়ারি) দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।
৩১ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত এ সংক্রান্ত কল এসেছে ৫২৬টি, এরমধ্যে ঢাকা মহানগর এলাকা থেকে সেবাপ্রত্যাশী ছিলেন ১০৭ জন। ১ জানুয়ারি ২০২৪ রাত ১২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শব্দদূষণ সংক্রান্ত ৪৪৫টি অভিযোগ এসেছে, এরমধ্যে ঢাকা মহানগর এলাকা থেকে আসে ১৩০টি অভিযোগ।
২০২২ সালের নববর্ষ উদযাপনে ফোটানো পটকা ও আতশবাজির তীব্র শব্দে তানজিম উমায়ের নামে এক শিশুর মৃত্যু হয়। ছবি সংগৃহীত
এরআগে, ২০২২ সালের নববর্ষ উদযাপনে ফোটানো পটকা ও আতশবাজির তীব্র শব্দে ভীত-সন্ত্রস্ত হয়ে তানজিম উমায়ের নামে এক শিশুর মৃত্যু হয়। সে জন্ম থেকেই হৃদরোগে ভুগছিল।
নগরবাসীর দাবি, আইনশৃঙ্খলা বাহিনীকে এমন ঘটনা এড়াতে আরও বেশি তৎপর এবং কঠোর হওয়া প্রয়োজন।