হোম এক্সক্লুসিভ নড়াইলে থার্টিফাষ্ট রাতে ডিজে মিউজিক বাজানো নিয়ে আওয়ামী লীগের নেতাকে কুপিয়ে জখম

নড়াইলে থার্টিফাষ্ট রাতে ডিজে মিউজিক বাজানো নিয়ে আওয়ামী লীগের নেতাকে কুপিয়ে জখম

কর্তৃক Editor
০ মন্তব্য 105 ভিউজ

নড়াইল অফিস:

নড়াইলের কালিয়ায় থার্টিফাষ্টের রাতে ডিজে মিউজিক বাজানো নিয়ে বিরোধকে কেন্দ্র করে মোঃ মোবাশ্বের ভূইয়া নামে এক ব্যাক্তিকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। মোবাশ্বর ভূইয়া পাঁচগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক । সোমবার (১জানুয়ারী) যাদবপুর গ্রামে গুরুত্বর আহত মোবাশ্বের হোসেন কে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানায়, যাদবপুর মোড়ে থার্টিফাষ্টের রাতে নিজ সাউড সিষ্টেমের দোকানে ডিজে মিউজিক বাজাচ্ছিল মোবাশ্বের ভূইয়ার ভাইপো জহির ভূইয়ার এ সময় একই গ্রামের রাজিব গাজী বিকট শব্দে গান বাজাতে নিষেধ করে। এ নিয়ে দুইজনের মধ্যে হাতাহাতির জেরে সোমবার পহেলা জানুয়ারি সকালে জহির ভূইয়ার চাচা মোবাশ্বের ভূইয়াকে বাড়ির কাছে একাপেয়ে রাজিব গাজীর নেতৃত্বে কুপিয়ে জখম করা হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। মোবাশ্বের ভূইয়া স্থানীয় খড়রিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শামিম উদ্দিন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন