নিজস্ব প্রতিনিধি:
সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হক এমপি বলেছেন, জনগণ তাদের সাথে নেই বলেই তারা আন্দোলনে ব্যর্থ অগ্নিসন্ত্রাসের পথ বেছে নিয়েছে। ২০০১ সালে, ২০১৩ সালে ও ২০১৮ সালেও তারা সন্ত্রসের পথ বেছে নিয়েছিল। ৭৫ সালে সন্ত্রাসী কর্মকান্ডের মধ্যদিয়ে তারা বঙ্গবন্ধু, বঙ্গমাতা, শিশু রাসেলসহ বঙ্গবন্ধু পরিবারের সবাইকে হত্যা করে এই রাস্ট্রের ক্ষমতা দখল করেছিল। তারাই এই কর্মকান্ডের সাথে জড়িত। এরা তারাই যারা বঙ্গ বন্ধু কন্যাকে হত্যা করতে চেয়েছিল। এরাই তারা, যারা জেলে ৪ নেতাকে হত্যা করেছিল। এরা তারই যারা বিদ্যুত দেবে বলে খুটি পুতে রেখেছিল। তিনি আজ সোমবার দপুরে সাতক্ষীরার দেবহাটার কুলিয়া হাইস্কুল মাঠে নির্বাচনী পথসভা ও মতবিনিময় সভায় এ সব কথা বলেন।
তিনি সাতক্ষীরা-০৩ (দেবহাটা, আশাশুনি ও কালীগঞ্জ আংশিক) আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী হিসেবে ভোটারদের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র জনসম্মুখে তুলে ধরে আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতিকে ভোট দিয়ে সাতক্ষীরাসহ সারাদেশে চলমান উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যহত রাখতে দল-মত নির্বিশেষে সকলের প্রতি আহবান জানান।
এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. মুজিবর রহমান, এমপি রুহুল হকের ছেলে ইঞ্জিনিয়ার জিয়াউল হক, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুল হকসহ অন্যান্যরা।