হোম খুলনাসাতক্ষীরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনায় নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি”

নিজস্ব প্রতিনিধি:

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনায় নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি”। সাতক্ষীরা জেলা তথ্য অফিস আয়োজনে রবিবার সকালে সদর উপজেলার বিনেরপোতা খেজুরডাঙ্গা আর.কে মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ।

মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, রাজনগর বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মোঃ তবিবর রহমান, বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিতি ছিলেন, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, জেলা মহিলা বিষয় অধিদপ্তরের উপ-পরিচালক এ.কে.এম শফিউল আযম, বিসিক সাতক্ষীরার উপ-পরিচালক গোলাম সাকলাইন, শিক্ষক এম ঈদুজ্জামান ইদ্রিসসহ আরো অনেকে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন