রাজনীতি ডেস্ক:
দ্বাদশ জাতীয় নির্বাচন ঠেকাতে মরিয়া বিএনপি। জনগণের সাড়া পাচ্ছেন বলে জানিয়ে দলটির নেতারা বলছেন, ৭ জানুয়ারির নির্বাচনে ভোটকেন্দ্র থাকবে ভোটার শূন্য।
ভোট বর্জনের ডাক দিয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তে গণসংযোগ করছে বিএনপি ও তাদের মিত্ররা। নির্বাচনে অংশ না নিয়ে সরকারকে অসহযোগিতা করতে সাধারণ মানুষের কাছে লিফলেট বিতরণ করছেন তারা।
শুক্রবারও (২৯ ডিসেম্বর) রাজধানীর কয়েকটি স্থানে প্রচারপত্র বিলি করেছে বিএনপি ও সমমনা দলগুলো। নগরীর মগবাজার এলাকায় এ কর্মসূচি পালন করেছে ১২ দলীয়জোটসহ যুগপৎ আন্দোলনের শরিকরা।
ধানমন্ডি এলাকায় ভোট বর্জনের লিফলেট বিতরণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একইদিন নগরীর সেগুনবাগিচা এলাকায় গণসংযোগে প্রচারপত্র বিতরণ করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন ফারুক। তার দাবি, ৭ জানুয়ারির নির্বাচন হবে ভোটার শূন্য।
জয়নাল আবদীন ফারুক বলেন, ভোট বর্জনের জন্য লিফলেট বিতরণ করে জনগণকে সম্পৃক্ত করার চেষ্টা করছি। এতে জনগণের যে অনুভূতি আমরা পাচ্ছি, তাতে জনগণ ৭ জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণ করবে না।
জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের কাউন্সিলে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। এসময় সংঘাত এড়াতে ৭ জানুয়ারির নির্বাচনের আগেই সব দলের সঙ্গে আলোচনার মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের পথে হাঁটতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সরকারের ‘একতরফা নির্বাচন’ জনগণ প্রত্যাখ্যান করেছে বলেও দাবি করেন বিএনপির সিনিয়র এ নেতা।