আন্তর্জাতিক ডেস্ক:
ইউটিউবে গান শোনার জন্য স্ত্রীর কাছে মোবাইল চেয়েছিলেন স্বামী। কিন্তু নিজের ফোন দিতে রাজি হননি স্ত্রী। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকটি হয়। একপর্যায়ে স্বামীর চোখে ছুরি দিয়ে আঘাত করেছেন স্ত্রী।
এনডিটিভি জানিয়েছে, ভারতের উত্তরপ্রদেশে সম্প্রতি এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন স্বামী অঙ্কিত।
পুলিশের কর্মকর্তা শবীরত্ন গৌতম জানিয়েছেন, অঙ্কিত তার স্ত্রী প্রিয়াঙ্কার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে।
তিনি আরও বলেন, অঙ্কিত তার স্ত্রী পিয়াঙ্কার কাছে ইউটিউবে গান শোনার জন্য মোবাইল ফোন চায়। কিন্তু স্ত্রী স্বামীর আবেদনে সাড়া না দিয়ে তার মোবাইলেই গান শোনার কথা বলেন। এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। এর একপর্যায়ে প্রিয়াঙ্কা অঙ্কিতের চোখে ছুরি দিয়ে আঘাত করে।
এ ঘটনার পর অঙ্কিতের পরিবার তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করে। স্থানীয় থানার ইনচার্জ জানিয়েছেন, ঘটনার তদন্ত করে বিস্তারিত বলা যাবে।