হোম আন্তর্জাতিক হামাসের সঙ্গে সংঘাত: গাজায় ৫০১ ইসরাইলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে সংঘর্ষে নতুন করে আরও দুই কর্মকর্তাসহ তিন ইসরাইলি সেনা নিহত হয়েছেন। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় মোট ৫০১ জন ইসরাইলি সেনা নিহত হলেন।

ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

বুধবার (২৭ ডিসেম্বর) গভীর রাতে ইসরাইলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, তিনজন নিহতের পাশাপাশি ফিলিস্তিনি ছিটমহলের মধ্য ও দক্ষিণাঞ্চলে আরও তিন সেনা গুরুতর আহত হয়েছেন।

এ নিয়ে গত দুই দিনে গাজায় ইসরাইলের ১১ সেনা নিহত হলেন।

এদিকে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের নির্বিচার হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। আহতের সংখ্যা ছাড়িয়েছে ৫৫ হাজার। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন আরও ৭ হাজার মানুষ।

বুধবার (২৭ ডিসেম্বর) ছিল গাজায় ইসরাইলি আগ্রাসনের ৮২তম দিন। এদিন গাজার হামাস সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের নতুন তথ্য প্রকাশ করে।

নতুন তথ্য মতে, গত ৭ অক্টোবর থেকে ইসরাইলের হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ২১ হাজার ১১০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৫৫ হাজার ২৪৩ জন। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

তথ্য মতে, এখন পর্যন্ত নিহত শিশুর সংখ্যা ৮ হাজার ৮০০। আর নিহত নারী ৬ হাজার ৩০০ জন। এছাড়া নিহতদের ৩ হাজার ১১১ জন চিকিৎসক ও চিকিৎসাকর্মী। ৪০ জন নিরাপত্তা রক্ষী এবং শতাধিক সাংবাদিক।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন