হোম জাতীয় শীতার্তদের কম্বল বিতরণে ইসির সম্মতি, থাকতে পারবেন না প্রার্থীরা

জাতীয় ডেস্ক:

হাড় কাঁপানো শীতে অসহায়দের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির কম্বল বিতরণে সম্মতি জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ৩১ ডিসেম্বরের মধ্যে ৪০ হাজার কম্বল বিতরণের নির্দেশনা দেয়া হয়। তবে দ্বাদশ নির্বাচনের প্রার্থীরা এতে উপিস্থত থাকতে পারবেন না বলে জানিয়েছে ইসি।

সোমবার (২৫ ডিসেম্বর) নির্বাচন কমিশনের উপ-সচিব মো. আতিয়ার রহমানের সই করা এ সংক্রান্ত চিঠিতে এসব তথ্য জানা যায়।

নির্বাচনী আইন অনুযায়ী, ভোটের সময় কোনো অনুষ্ঠানের আয়োজন করতে নির্বাচন কমিশনের অনুমোদন নিতে হয়। এজন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অনুমতি চাইলে সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে ওই কার্যক্রমে সম্মতি দিল ইসি।

চিঠিতে বলা হয়েছে, বর্তমান শীত মৌসুমে, শীতার্ত দরিদ্র ও দুর্গত মানুষের মধ্যে ৬৮টি ইউনিটের মাধ্যমে প্রায় ৪০ হাজার কম্বল ৩১ ডিসেম্বরের মধ্যে বিতরণের বিষয়ে কমিশন সম্মতি জানালো। তবে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে বিধায় কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিতরণ কার্যক্রমে উপস্থিত থাকতে পারবেন না মর্মে সিদ্ধান্ত দেয়া হয়েছে। উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর থেকে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন তারা। ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

যাচাই-বাছাই ও আপিল নিষ্পত্তি শেষে ১৭ ডিসেম্বর নির্বাচন কমিশন (ইসি) জানায়, সারাদেশে ২৭ রাজনৈতিক দলের মোট ১ হাজার ৮৯৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন