আন্তর্জাতিক ডেস্ক:
কথায় আছে, রাখে আল্লাহ তো মারে কে! তা অক্ষরে অক্ষরে প্রমাণ হলো আরও একবার। স্টেশনে ভিড় ঠেলে ট্রেনে উঠতে গিয়ে ধাক্কাধাক্কি। তাতে পা পিছলে প্ল্যাটফর্ম থেকে সোজা রেললাইনে পড়ে যান এক মা।
সঙ্গে পড়ে যায় তার দুই সন্তানও। ততক্ষণে গড়াতে শুরু করেছে ট্রেনের চাকা। চিৎকার জুড়লেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা অন্যান্য যাত্রীরা। কিন্তু তাতে ট্রেন দাঁড়ায়নি।
দুই সন্তানসহ ওই মায়ের মৃত্যু নিশ্চিত, এমনটাই ধরে নিয়েছিলেন প্রত্যক্ষদর্শীরা। কিন্তু ট্রেন প্ল্যাটফর্ম ছাড়তেই তারা বিষ্ময় ভরে দেখলেন, তিনজনই বেঁচে গেছেন। তাদের গায়ে একটু আঁচড়ও লাগেনি।
শনিবার (২৪ ডিসেম্বর) অলৌকিক এই ঘটনার সাক্ষী হন ভারতের বিহারের বার রেলওয়ে স্টেশনের যাত্রীরা। বিকেলে ওই স্টেশন থেকে দিল্লিগামী বিক্রমশীলা এক্সপ্রেস ট্রেনে ওঠার কথা ছিল ওই মায়ের।
সঙ্গে স্বামী ও দুই সন্তান। ট্রেন প্ল্যাটফর্মে ঢুকতেই শুরু হয় ধাক্কাধাক্কি। যেটা এক সাধারণ চিত্র। সামনে থাকায় স্বামী ট্রেনে উঠতে পারলেও পারেননি ওই নারী। ভিড়ের ঠেলায় পা হড়কে পড়ে যান রেললাইনে। সঙ্গে সঙ্গে পড়ে যায় তার দুই সন্তানও।
প্রত্যক্ষদর্শীরা ওই নারীকে রেললাইনে পড়ে যেতে দেখেই চিৎকার শুরু করেন। এদিকে ততক্ষণে এগোতে শুরু করে ট্রেন। যাত্রীরা ধরেই নিয়েছিলেন যে সন্তানদের নিয়ে ট্রেনে কাটা পড়বেন ওই নারী। কিন্তু ট্রেন বেরিয়ে যেতেই তারা হতবাক। দেখলেন, দুই সন্তানকে বুকে আঁকড়ে তাদের ওপরে ঢাল হয়ে শুয়ে আছেন ওই নারী।
ট্রেন প্ল্যাটফর্ম ছাড়তেই কয়েকজন যাত্রী রেললাইনে নেমে পড়েন এবং ওই নারী ও তার দুই সন্তানকে উদ্ধার করেন। অন্যদিকে ওই নারীর স্বামীও চলন্ত ট্রেন থেকেই ঝাঁপ দেন এবং দৌড়ে প্ল্যাটফর্মে এসে পৌঁছান।
এরপর রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে ওই নারী ও তার দুই সন্তানকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে স্বাস্থ্য পরীক্ষার চিকিৎসকরা জানান, তারা স্থিতিশীল ও ভালো রয়েছে। শরীরে বিশেষ কোনো আঘাত লাগেনি।
স্টেশন মাস্টার জানান, ওই মায়ের বুদ্ধিমত্তার জোরেই তিনটি প্রাণ বেঁচে গেছে। ট্রেনের ফাঁক দিয়ে রেললাইনে পড়ে যাওয়ার পরই তিনি লাইনের মাঝে চলে যান এবং দুই সন্তানকে ঢাল করে গুটিসুটি মেরে শুয়ে পড়েন। ফলে ওপর দিয়ে ট্রেন চলে গেলেও তাদের কোনো চোট লাগেনি।