হোম রাজনীতি ভয় পায় বলেই নির্বাচন বর্জন করেছে বিএনপি: কামরুল ইসলাম

রাজনীতি ডেস্ক:

বিএনপি-জামায়াত দেশের গণতন্ত্রকে নস্যাৎ করতে চায় বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। নির্বাচন পদ্ধতিকে ভয় পায় বলেই তারা ভোট বর্জন করেছে বলে মনে করেন আওয়ামী লীগের এই নেতা।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

ঢাকা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত এই প্রার্থী বলেন, নির্বাচনে জিতবে না বলেই বিএনপি-জামায়াত নির্বাচন বর্জন করেছে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, বিএনপি যতই আন্দোলনের কথা বলুক জনগণ তাদের আন্দোলনে সাড়া দেয় না।

অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, প্রশ্নবিদ্ধ নির্বাচন করতে চায় না আওয়ামী লীগ। ৭ জানুয়ারি ভোট উৎসবের লক্ষ্য আওয়ামী লীগের।

এর আগে বেলা ১১টায় কামরাঙ্গীরচর থেকে প্রচার শুরু করেন ঢাকা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলাম। এসময় তার সঙ্গে ছিলেন স্থানীয় নেতাকর্মীরা। তিনি বিএনপি- জামায়াতের সহিংসতা প্রতিরোধ করে ৭ জানুয়ারি ভোট উৎসবে অংশ নিতে ভোটারদের আহ্বান জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন