হোম রাজনীতি নির্বাচনে খেলা হবে আন্তর্জাতিক অপশক্তির বিরুদ্ধে: খালিদ মাহমুদ

রাজনীতি ডেস্ক:

দিনাজপুর-২ আসনের নৌকার প্রার্থী নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি নির্বাচনী মাঠে না থাকলেও এবার খেলা হবে আন্তর্জাতিক অপশক্তির বিরুদ্ধে। খেলা হবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে। যারা বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করতে চায়। যারা আমাদের সার্বভৌমত্বকে আফগানিস্তান, সিরিয়া, লিবিয়া, ইরাকের মতো ধ্বংস করে দিতে চায়। ৭ জানুয়ারির নির্বাচনে খেলা হবে তাদের বিরুদ্ধে।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে দিনাজপুর জেলার নিজ নির্বাচনী এলাকা বিরল উপজেলার শহরগ্রাম ইউনিয়নের নাড়াবাড়ী বাজারে নৌকা মার্কার পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন খালিদ মাহমুদ চৌধুরী। পরে তিনি গণ সংযোগ করেন।

এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপি অতীতে অনেকবার ভোট প্রতিহত করার চেষ্টা করেছে। কিন্তু পারে নাই, এবারও পারবে না। কারণ জনগণ বুঝে গেছে, বিএনপির রাজনীতি ভাগ্য বদলের রাজনীতি নয়। সুষ্ঠু ধারার রাজনীতি করতে হলে অবশ্যই নির্বাচনে আসতে হবে।

পথ সভায় আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমা কান্ত রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোশারফ হোসেন প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন