ফরিদপুর প্রতিনিধি:
সভা-সমাবেশের উপর ‘সংবিধান বিরোধী নিষেধাজ্ঞার’ প্রতিবাদে বামগনতান্তিক জোট ফরিদপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
বাম গণতান্ত্রিক জোট এর জেলা সমন্বয়ক রফিকুজ্জামান লায়েকের সভাপতিত্বে আজ শুক্রবার বিকেল সাড়ে চারটায় শহরের জনতা ব্যাংকের মোড়ে মুখে কালো কাপড় বেঁধে এ বিক্ষোভ কর্মসূচী
অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আজাদ আবুল কালাম, সাধারণ সম্পাদক অরুণ কুমার শীল, জেলা রিকসা ভ্যান ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেন, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমদাদ মিয়া, ফরিদপুর জেলা সিপিবি’র সম্পাদক মন্ডলির সদস্য বেলায়েত হোসেন, জেলা কমিটির সদস্য আশরাফুল আলম বাবু প্রমূখ। কর্মসূচীতে বক্তারা অবিলম্বে ৭ জানুয়ারির নির্বাচন বন্ধের দাবি জানান। তারা এই নির্বাচনকে প্রহসন ও একতরফা বলেও উল্লেখ করেন।
বক্তারা নির্দলীয় নির্বাচনকালীন সরকার গঠন পূর্বক অবাধ,নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানান।