হোম ঢাকা অজ্ঞাতপরিচয় ব্যক্তির স্টাম্পের আঘাতে পুলিশ সদস্য আহত

অনলাইন ডেস্ক:

রাজধানীর কামরাঙ্গীরচরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির স্টাম্পের আঘাতে মতিউর রহমান খান (৫০) নামে এক ট্রাফিক পুলিশ সদস্য আহত হয়েছেন। তার মাথায় ৮টি সেলাই করা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে কামরাঙ্গীরচর সেকশন বেড়িবাঁধ চৌরাস্তার ঢালে ডিউটিরত অবস্থায় এ ঘটনা ঘটে।

লালবাগ ট্রাফিক জোনের সার্জেন্ট রফিকুল ইসলাম জানান, দুপুরে বেড়িবাঁধ এলাকায় ডিউটিতর ছিলেন তারা। বেড়িবাঁধের ঢালে এক দোকানদারের কাছ থেকে পান কিনে খাচ্ছিলেন মতিউর। এমন সময় পেছন থেকে কেউ একজন এসে ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে তার মাথায় আঘাত করে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে পড়ে যান।

তিনি আরও জানান, খবর পেয়ে মতিউর রহমানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মাথায় ৮টি সেলাই করেন চিকিৎসকরা। এরপর তাকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রফিকুল ইসলাম বলেন, পেছন থেকে কে আঘাত করেছে তা মতিউর দেখতে পাননি। তার সঙ্গে আজ কারো ঝামেলাও হয়নি। ঘটনাস্থলেই স্টাম্পটি রেখে পালিয়ে গেছে আঘাতকারী। ঘটনাটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন