হোম আন্তর্জাতিক ইসরাইলের ‘শর্তযুক্ত’ যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিলো হামাস

আন্তর্জাতিক ডেস্ক:

অন্তত ৪০ জন বন্দির মুক্তির বিনিময়ে ইসরাইলের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বুধবার (২০ ডিসেম্বর) এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে)।

প্রতিবেদনে বলা হয়, ইসরাইল আগে গাজায় হামলা চালানো বন্ধ করলেই বন্দি মুক্তি নিয়ে আলোচনা শুরু হতে পারে বলে জানিয়েছে হামাস।

প্রতিবেদনটি এমন সময়ে সামনে আসল যখন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াহ মিশরের গোয়েন্দা প্রধান এবং স্থানীয় অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করতে কায়রো সফরে গেছেন। গাজা যুদ্ধে মধ্যস্থতা করার চেষ্টা করছেন তারা।

মিশরীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ডব্লিউএসজে জানিয়েছে, হামাসকে ইসরাইলি জিম্মিদের মুক্তি দিতে বলেছে নেতানিয়াহু সরকার। এর বিনিময়ে গাজা উপত্যকায় আবারও সাত দিনের জন্য যুদ্ধবিরতি দেয়ার প্রস্তাব দিয়েছে তারা। পাশাপাশি গাজায় আরও মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেয়া হবে বলেও জানিয়েছে ইসরাইল।

তবে হামলা বন্ধ না করলে জিম্মি মুক্তি নিয়ে কোনো আলোচনা হবে না বলে জানিয়ে দিয়েছে হামাস।

গেল নভেম্বরের বন্দি বিনিময়ের চুক্তিতে গাজায় যুদ্ধবিরতির পর হামাসের হাতে এখনও ১২০ জনের বেশি ইসরাইলি বন্দি আছেন বলে মনে করা হচ্ছে।

গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের অতর্কিত হামলায় ১২০০ ইসরাইলি নিহত হন। এসময় ২৪০ জন ইসরাইলিকে বন্দি করেছিল হামাস। এদিকে অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় ২০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

সূত্র: আরটি

সম্পর্কিত পোস্ট

মতামত দিন