হোম রাজনীতি বাগেরহাটে শেখ তন্ময়ের গণসংযোগ

রাজনীতি ডেস্ক:

বাগেরহাট-২ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ তন্ময় গণসংযোগ করেছেন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট শহরের ফলপট্টি মোড় থেকে তিনি গণসংযোগ শুরু করেন। দলীয় নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন ব্যবসায়ীর মাঝে নৌকা প্রতীক সম্বলিত লিফলেট বিতরণ করেন। পরে কাচাবাজার, মুদি বাজার, বাগেরহাটের প্রধান সড়ক, হাড়িখালি, মালোপাড়াসহ শহরের বিভিন্ন এলাকায় তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। ব্যবসা-বাণিজ্য ও অন্যান্য বিষয়ে খোঁজখবর নেন। ৭ জানুয়ারি কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দেওয়ার অনুরোধ করেন। ভোটাররাও শেখ তন্ময়কে কাছে পেয়ে জড়িয়ে ধরেন। নিজেদের নানা চাহিদার কথা জানান। কেউ কেউ সেলফিও তুলেছেন শেখ তন্ময়ের সঙ্গে।

সংসদ সদস্য প্রার্থী শেখ তন্ময় বলেন, ‘২০১৮ সালে নির্বাচিত হওয়ার পর থেকে আমি বাগেরহাটের মানুষের সঙ্গে ছিলাম। এলাকার সব শ্রেণিপেশার মানুষ আমাকে চেনে। মানুষ আমাকে ভালোবাসেন। এরপরেও নির্বাচন উপলক্ষে আমি সব ভোটারের কাছে যাওয়ার ইচ্ছে রয়েছে। সেভাবেই আমি গণসংযোগ করে যাচ্ছি।’

এদিকে বাগেরহাটের অন্য তিনটি আসনে আওয়ামী লীগের প্রার্থী ও তাদের সমর্থকরা নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ করেছেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন