রাজনীতি ডেস্ক:
কেন্দ্রে ভোটার উপস্থিত নিশ্চিত করতে ভোটের দিন ছাত্রলীগের ৮ লাখ নেতাকর্মী মাঠে থাকবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।
তিনি বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ নৌকা মার্কাকে বিজয়ী করার জন্য কাজ করছে। জননেত্রী শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করার জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সে লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যচ্ছে ছাত্রলীগ।’
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ শহরের ডিএস রোড ও জেল রোড এবং পৌরবিপণি এলাকায় নৌকার প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণ শেষে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সাদ্দাম হোসেন।
ছাত্রলীগ সভাপতি বলেন, ‘দেশে ৪৩ হাজার ভোট কেন্দ্র রয়েছে। প্রতিটি কেন্দ্রে ২০ জন ছাত্রলীগ নেতাকর্মী ভোটারদের উপস্থিতি বাড়াতে কাজ করবে। ভোটের দিন ৮ লাখ ছাত্রলীগ নেতাকর্মী ভোটার উপস্থিতি বাড়াতে কাজ করবে। দেশের শীর্ষ মেধাবী ও খ্যাতনামাদের নিয়ে ছাত্রলীগ একটি ক্যাম্পেইন শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন, অফলাইনে প্রচার-প্রচারণার জন্য ব্যাপক কর্ম-পরিকল্পনা গ্রহণ করেছে। ছাত্রলীগের নেতাকর্মীরা কাজ করছে। ছাত্রলীগ গণতন্ত্রের পক্ষে, জনগণের পক্ষে। এ নির্বচন আমাদের কাছে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন।’
তিনি আরও বলেন, ‘মানুষের ভোটের অধিকার রক্ষা, আচরণবিধি মেনে চলাসহ নানা বিষয় নিয়ে কাজ চলমান আছে। জনরায়ের প্রতি ছাত্রলীগ সব সময় শ্রদ্ধাশীল। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ভোটের পক্ষে, আন্দোলনের পক্ষে নয়। তারা সাংবিধানিক অনুশাসনের পক্ষে, আইনের শাসন প্রতিষ্ঠার পক্ষে সমর্থন দিয়েছেন। বিএনপি-জামায়াতের আন্দোলন দেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এজন্য ভোটের ময়দানে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমরা বিশ্বাস করি, ৭ জানুয়ারি ভোটের উৎসব পুরো বাংলাদেশকে রাঙিয়ে দেবে। যারা মানুষের ভোটের উৎসবকে জ্বালাও-পোড়াও করে ভন্ডুল করতে চায়, তাদেরকে আগামিতে সমূলে উৎপাটন করা হবে। দেশের তরুণ প্রজন্ম ভোটের পক্ষে, তারা ডিজিটাল বাংলাদেশের সুফল পেয়েছে। এখন স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চায়।’
এ সময় সুনামগঞ্জ ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনসহ জেলা ও কেন্দ্রীয় ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন। পরে তিনি তাহিরপুরের বাদাঘাট বাজারে সুনামগঞ্জ-১ আসনের প্রার্থী রণজিত চন্দ্র সরকারের নির্বাচনী সমাবেশে যোগ দেন।