মান্না দে, ফকিরহাট (বাগেরহাট) :
বাগেরহাটের ফকিরহাটে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন উপজেলার সাতবাড়িয়া গ্রামের ইয়াদ আলী (৬০) নামের এক পল্লী চিকিৎসক। তিনি শনিবার সকালে খুলনা কোভিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ৬ জুলাই তার পরিবারের ৮জনের নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
পরীক্ষার ফলাফলে ৮ জুলাই ইয়াদ আলী সহ একই পরিবারের ৪জন করোনা পজেটিভ আসে। তিনি ৭জুলাই খুলনা কোভিড হাসাপাতালে ভর্তি হন। এ পর্যন্ত ফকিরহাটে মোট মৃতের সংখ্যা ৩জন। মোট আক্রান্ত সংখ্যা ৮১জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৩৬জন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার।