হোম রাজনীতি বিএনপি আমাদের স্বীকারই করে না: ইসি হাবিব

রাজনীতি ডেস্ক:

নির্বাচন কমিশনার (ইসি) বিগ্রেডিয়ার জেনারেল আহসান হাবিব খান বলেছেন, বিএনপি আমাদের স্বীকারই করে না। তাদের নির্বাচনে নিয়ে আসতে চেষ্টার কোনও ত্রুটি ছিল না।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মেহেরপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সভাকক্ষে মেহেরপুর ও চুয়াডাঙ্গার ৪টি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ইসি বলেন, এবার ভবিষ্যৎ প্রজন্মের কাছে স্মরণীয় হওয়ার মতো নির্বাচন করবে কমিশন। কোন ধরনের ছাড় দেয়া হবে না। সব ধরনের অনিয়ম তুলে ধরতে সাংবাদিকদের আহ্বান করেন নির্বাচন কমিশনার।

বিদেশি পর্যটকদের অংশগ্রহণের বিষয়ে প্রশ্ন করলে সকলের জন্য নির্বাচন পর্যবেক্ষণ উন্মুক্ত বলে উল্লেখ করেন তিনি। তবে বৈদেশিক কিংবা অর্থনৈতিক চাপের বিষয়টি এড়িয়ে গিয়ে নির্বাচন কমিশন সম্পন্ন চাপমুক্ত বলে তিনি দাবি করেন।

এর আগে মেহেরপুর ও চুয়াডাঙ্গার আসনগুলির প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন ইসি। এ সময় প্রার্থীদের বিভিন্ন অভিযোগ শুনেন নির্বাচন কমিশনার। নির্বাচনী আচরণ বিধি সম্পর্কে বিভিন্ন পরামর্শ ও করণীয় জানানো হয় প্রার্থীদের। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসান।

আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কিসিঞ্জার চাকমা, মেহেরপুর পুলিশ সুপার এসএম নাজমুল হক, চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমানসহ জেলা দুটির সহকারী প্রিজাইডিং অফিসার, উপজেলা নির্বাহী অফিসাররা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন