বিনোদন ডেস্ক:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার (চকরিয়া-পেকুয়া)-১ আসনে দুই বাংলার জনপ্রিয় কমেডিয়ান মীরাক্কেল তারকা কমর উদ্দিন আরমান নির্বাচনী প্রতীক পেয়েছেন ‘কলার ছড়ি’।
সোমবার (১৮ ডিসেম্বর) কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে তাকে এ প্রতীক বরাদ্দ দেন। সংবাদমাধ্যমে আরমান নিজেই এ তথ্য নিশ্চিত করেন।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে এ বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেন আরমান। ওই পোস্টে আসন্ন নির্বাচন প্রসঙ্গে চকরিয়া-পেকুয়াবাসীকে নিয়ে কথা বলেন তিনি।
পাঠকের জন্য মীরাক্কেল তারকা কমর উদ্দিন আরমানের সে ফেসবুক পোস্ট তুলে ধরা হলো:
চকরিয়া পেকুয়ার মানুষ তরুণ নেতৃত্ব চায়। চকরিয়া পেকুয়ার মানুষ নিজের এলাকার সন্তানের নেতৃত্ব চায়। চকরিয়া পেকুয়ার মানুষ রাজনৈতিক মারপ্যাঁচের বাইরে গিয়ে চিন্তা করতে চায়। চকরিয়া পেকুয়ার মানুষ পরোপকারী নেতৃত্ব চায়।
আমি কমর উদ্দিন আরমান অন্তর থেকে আমার সততা পরিশ্রম দিয়ে আপনাদের চাওয়া অনুযায়ী চকরিয়া পেকুয়ার মানুষের জন্য কাজ করতে চাই।
এমপি হলেও করব, না হলেও করব সামর্থ্য অনুযায়ী। কিন্তু এমপি হয়ে আমি আমার কাজের পরিধি বড় করতে চাই। আমি সম্পূর্ণ নির্দলীয় নিরপেক্ষ প্রার্থী। আমার নির্বাচনী প্রতীক কলার ছড়ি। সুতরাং কলার ছড়ি মার্কায় আপনার মূল্যবান রায় দিয়ে সাধারণ মানুষের চাওয়াকে জয়যুক্ত করুন।