হোম রাজনীতি বাসে-ট্রেনে আগুন দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না: কামরুল ইসলাম

রাজনীতি ডেস্ক:

নির্বাচনে যারা আসছে না তারা রাজনীতির মাঠ থেকে হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করে এ মন্তব্য করেন তিনি।

কামরুল ইসলাম বলেন, ‘কোনো অপশক্তি ৭ জানুয়ারির নির্বাচনকে বানচাল করতে পারবে না। বাসে-ট্রেনে আগুন দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না।’

তিনি আরও বলেন, ‘কোনো বিশেষ দল নির্বাচনে না এলে নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে না। যারা নির্বাচনে আসবে না তারা রাজনীতির মাঠ থেকে হারিয়ে যাবে।’

অপশক্তিকে রাজনীতি থেকে নির্মূলের আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচিত সরকারের অধীনে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন যে সম্ভব তা দেখাতে চায় আওয়ামী লীগ।

পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনের নৌকার প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন তিনি। বিকেলে সাভারের তিনটি ইউনিয়নের উদ্যোগে হেমায়েতপুর বাসস্ট্যান্ডে নির্বাচনী জনসভার মধ্যদিয়ে তিনি এ প্রচারণা শুরু করেন।

প্রচারণায় অংশ নেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুরুল আলম রাজীবসহ তিনটি ইউনিয়নের চেয়ারম্যানরা। নির্বাচনী জনসভায় স্মার্ট বাংলাদেশ গড়তে আবারও নৌকায় ভোট চান তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন