স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
মঙ্গলবার বিকেলে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী এইচ এম আমির হোসেন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে সাংবাদিক দের সহযোগিতা কামনা করেছেন। এইচ এম আমির হোসেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। এ ছাড়া তিনি উপজেলা পরিষদের সাবেক দুই বারের চেয়ারম্যান ছিলেন।
কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এইচ এম আমির হোসেন আরও বলেন, কেশবপুরে অপরিচিত এতো বেশি মুখের (ব্যক্তিদের) বিভিন্ন বাসাবাড়িতে রাত্রিকালীন যাপন সাধারণ ভোটারদের ভীত করছে। সে ক্ষেত্রে আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে আমি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি যে কেশবপুরের অতিশয় শান্তিপ্রিয় এবং নিরীহ মানুষ যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারে।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নজরুল ইসলাম খান, মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোসলেম উদ্দীন সরদার ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আলতাফ হোসেন বিশ্বাস।