হোম অন্যান্যসারাদেশ আশাশুনির কুল্যার মোড় মটর সাইকেল চালক সমিতির নির্বাচন

আশাশুনির কুল্যার মোড় মটর সাইকেল চালক সমিতির নির্বাচন

কর্তৃক
০ মন্তব্য 108 ভিউজ

এম,এম সাহেব আলী, আশাশুনি :

আশাশুনি উপজেলার কুল্যার মোড় মোটর সাইকেল চালক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। ১০৪ জন ভোটারের মধ্যে ৯৮ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। ৪টি ভোট নষ্ট হয়। নির্বাচনে সভাপতি পদে আখতার হোসেন (আনারস প্রতীক) ৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্ব›িদ্ব প্রার্থী নাছির উদ্দিন (ছাতা) পেয়েছেন ৪৫ ভোট।

সহ-সভাপতি পদে জ¦লেমিন হোসেন বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে আক্তারুজ্জামান মনি (মোটর সাইকেল) ৬৪ ভোট পেয়ে বিজয় লাভ করেছেন, প্রতিদ্ব›িদ্ব ফয়সাল আহমেদ (মোরগ) ৩৪ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে রফিকুল ইসলাম বুলু (গোলাপফুল) ৬৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন।

প্রতিদ্ব›িদ্ব শহিদুল ইসলাম (চশমা) পেয়েছেন ৩১ ভোট। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, সাকাত হোসেন ও অজেদ আলি। প্রিজাইডিং অফিসার রমজান আলি, সহকারী প্রিজাইডিং অফিসার দেবাশীষ মুখার্জী ও ইজিবাইক চালক রমজান আলি। সচিব ছিলেন এমদাদুল হক মনু, রিপন, ওছি, হাবিবুল্যাহ।

নির্বাচন চলাকালে আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ওমর ছাকি পলাশ, আ’লীগ নেতা মিকাঈল হোসেন, মুনছুর আলি, আজিজুর রহমান, আনোয়ার হোসেন, ফিরোজ আহমেদ জজ, গোলাম ছরোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন