হোম রাজনীতি রাজবাড়ী-২: ‘নৌকায় ৯০ শতাংশ ভোট দিতে হবে’ এমন বক্তব্য দেয়ায় শোকজ

রাজনীতি ডেস্ক:

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে রাজবাড়ী-২ (পাংশা, কালুখালী, বালিয়াকান্দি) আসনের আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মো. জিল্লুল হাকিমকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

রোববার (১৭ ডিসেম্বর) রাজবাড়ী-২ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির সভাপতি ও যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. শাহিনুর রহমান এ শোকজ করেন।

মো. জিল্লুল হাকিমকে সশরীরে কিংবা তার কোনো প্রতিনিধির মাধ্যমে আগামী মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেলা ১২টায় অনুসন্ধান কমিটির সভাপতির কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়া হয়েছে।

চিঠিতে সংসদ সদস্য মো. জিল্লুল হাকিমের বিরুদ্ধে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০০৮–এর ১১ (ঙ) ও ১২ ধারার বিধান লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। শোকজের চিঠিতে শনিবার (১৬ ডিসেম্বর) রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিজয় দিবসের আলোচনা সভায় দেয়া মো. জিল্লুল হাকিমের বক্তব্যের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে।

চিঠিতে মো. জিল্লুল হাকিমের উদ্দেশ্য বলা হয়, ‘সংসদীয় আসন রাজবাড়ী-২ এর নির্বাচনী এলাকার সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে আপনার নির্দিষ্ট নির্বাচনী এলাকার বাইরে গিয়ে অপর নির্বাচনী এলাকা সংসদীয় আসন রাজবাড়ী-১ এলাকার রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় বিজয় দিবস-২০২৩ এর আলোচনা সভায় আপনি ‘৯০ শতাংশ লোককে দিয়ে নৌকায় ভোট দিতে হবে, ৯০ শতাংশ ভোটার ভোটকেন্দ্রে হাজির করতে হবে’ বলে বক্তব্য দিয়েছেন। নির্বাচনী আচরণ বিধিমালা ২০০৮ অনুযায়ী নির্বাচনের তিন সপ্তাহ আগে আপনি এরকম বক্তব্য দেয়ায় নির্বাচনপূর্ব অনিয়ম হিসেবে গণ্য হচ্ছে। আপনার বক্তব্য সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০০৮ এর ১১(ঙ) ও ১২ বিধির পরিপন্থি।’ এ কারণে তার ব্যঅখ্যা চাওয়া হয়েছে।

মো. জিল্লুল হাকিম রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন