হোম খুলনাবাগেরহাট বাগেরহাটে প্রার্থীতা প্রত্যাহার করলেন জাকের পার্টির দুই প্রার্থী, চার আসনে লড়বেন ২৬ জন

জসিম উদ্দিন, বাগেরহাট:

বাগেরহাটে চারটি আসনে ২৮ জন বৈধ প্রার্থীর মধ্যে ২টি আসন থেকে জাকের পার্টির দুই প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তারা প্রার্থীতা প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন প্রত্যাহারকারীরা। রবিবার (১৭ ডিসেম্বর) বিকেলে বাগেরহাট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারা তাদের প্রার্থীতা প্রত্যাহারের আবেদন করেন।

প্রত্যাহারকারী প্রার্থীরা হলেন, বাগেরহাট-১ আসন (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) জাকের পার্টির শেখ গোলাম ফারুক চান ও বাগেরহাট-৪ আসন (মোরেলগঞ্জ-শরণখোলা) জাকের পার্টির বাদল রেজা।

বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাঃ খালিদ হোসেন বলেন, বাগেরহাটে মোট ২৮ জন বৈধ প্রার্থী ছিলেন। প্রত্যাহারের শেষ দিনে জাকের পার্টির দুই প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। এর ফলে জেলার ৪টি আসনে ২৬জন প্রতিদ্বন্দী প্রার্থী রয়েছেন।

জাকের পার্টি বাগেরহাট জেলা কমিটির সভাপতি খান আরিফুর রহমান বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমাদের বাগেরহাট আসন ১ ও ৪ আসনের দুইজন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছে। বাগেরহাট ৪টি আসনের মধ্যে শুধুমাত্র বাগেরহাট -২ আসনে দ্বাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবো বলে জানান তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন