রাজনীতি ডেস্ক:
ফেনী-১ আসনে দশ বছর পর নিজ ঘরে নৌকা পেয়ে আওয়ামী লীগে বইছে আনন্দের জোয়ার। তবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ভয়ে উল্লাস প্রকাশে সুযোগ পাচ্ছেন না দলীয় নেতাকর্মীরা।
শুক্রবার (১৫ ডিসেম্বর) ১৪ দলীয় মহাজোটের শরিক জাতীয় পার্টি-জেপি, ওয়ার্কার্স পার্টি, জাসদ-এই তিনটি দলকে ৭টি আসন দেওয়া হয়েছে। এরমধ্যে জাসদ ও ওয়ার্কাস পার্টি ৩টি করে আসন পেয়েছে। জেপি পেয়েছে ১টি আসন।
ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া) আসনে গত দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের শরিক দল হিসেবে জাসদের শিরিন আখতার নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন। এবার শরীকদের আসন ভাগাভাগিতে ফেনী-১ আসনে জাসদের শিরিন আখতারকে আওয়ামী লীগ ছাড় দেয়নি। ফলে নৌকা প্রতীকে আসনটিতে লড়বেন বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাহী কমিটির সাবেক সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
শনিবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে ভোর সাড়ে ৬টায় পরশুরামের বিলোনিয়ায় মুক্তিযুদ্ধ স্মৃতি সৌধে ও সকাল ৮টার দিকে ফুলগাজী আওয়ামী লীগ কার্যালয়ের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগ প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম স্বল্প সংখ্যক দলীয় নেতাদের নিয়ে ফুলেল শ্রদ্ধা জানান।
ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আলিম বলেন, আমাদের দলীয় প্রার্থীর জন্য শেখ হাসিনার কাছে আমাদের দীর্ঘদিনে প্রত্যাশা ছিল। প্রত্যাশা পূরণ করায় আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অভিনন্দন জানাচ্ছি। এ প্রত্যাশা শুধু আমাদের দলীয় এমন নয়, এ প্রত্যাশা ছিল গণমানুষের। আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমকে পেয়ে ফেনীর উত্তরাঞ্চলে জনমনে খুশির জোয়ার বইছে। শুধু প্রকাশ করতে পারছে না।
ফেনীর পরশুরাম উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার বলেন, আমাদের নেতা নাসিম ফেনীর উত্তরাঞ্চলসহ জেলার উন্নয়নের রূপকার। ক্লিন ইমেজের মানুষটিকে সংসদ সদস্য পদে প্রার্থী পেয়ে দলমত নির্বিশেষে সবাই মহা খুশি। আনন্দের প্লাবন আটকে রাখতে কষ্ট হচ্ছে। আগামী ১৮ ডিসেম্বর প্রতীক পাওয়ার পর সবাই দেখতে পাবেন উল্লাস, উৎসাহ উদ্দীপনা কাকে বলে।
পরশুরাম উপজেলা যুবলীগের আহ্বায়ক ইয়াছিন শরীফ মজুমদার বলেন, ফেনী-১ আসনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দফায় দফায় নির্বাচিত হয়েও কোনো উন্নয়ন করেনি। মহাজোটের জাসদ নেত্রী শিরিন আক্তারও দুদফা নির্বাচিত হয়ে ফেনীর উত্তরাঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারেনি। এবার প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনা আমাদেরকে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমকে উপহার দিয়েছেন। আমরা দলমত নির্বিশেষে তাকে বিপুল ভোটে বিজয়ী করে আসনটি উপহার দেব।
ফেনীতে আওয়ামী লীগের রাজনীতিতে বরাবরই গুরুত্বপূর্ণ আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী নাসিম ছাত্রজীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ছিলেন। পরে বিসিএস পাস করে প্রশাসন ক্যাডারে যোগ দেন। ১৯৯৬ সালে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার নিযুক্ত হন। পরবর্তীতে শেখ হাসিনা প্রধান বিরোধীদলীয় নেতা হওয়ার পর তার এপিএস হিসেবে দায়িত্ব পান নাসিম। ওয়ান-ইলেভেনের সময় শেখ হাসিনার পক্ষে সাহসী অবস্থান নিয়ে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের কাছে প্রশংসিত হন।
২০০৯ সালে উপসচিব পদে থাকাকালে পদত্যাগ করে অবসরে যান। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ফেনী জেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে রাজনীতির যুক্ত রয়েছেন।
প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমকে শোকজ করেছিল নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অনুসন্ধান কমিটি। গত ৫ ডিসেম্বর ফেনীর সিনিয়র সহকারী জজ ও ওই আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন শোকজের এ আদেশ প্রদান করেন। এরপর গত ৭ ডিসেম্বর আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম নির্বাচন অনুসন্ধান কমিটির সামনে সশরীরে উপস্থিত হয়ে তার বক্তব্য উপস্থাপন করেন।