হোম বিনোদন মমতাজকে কেন শোকজ করা হলো?

বিনোদন ডেস্ক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মানিকগঞ্জ-২ আসন থেকে মনোনয়ন পেয়েছেন জনপ্রিয় বাংলা লোকগানের সংগীতশিল্পী এবং সংসদ সদস্য মমতাজ বেগম। তবে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগে তাকে শোকজ করা হয়েছে।

জানা গেছে, মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী কণ্ঠশিল্পী ও বর্তমান সংসদ সদস্য মমতাজ বেগমকে শোকজ করেছে সংশ্লিষ্ট মানিকগঞ্জ জেলা নির্বাচনি অনুসন্ধান কিমিটি।

শনিবার (১৬ ডিসেম্বর) নির্বাচনি তদন্ত কমিটি হিসেবে মানিকগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ রেজমিন সুলতানা তাকে শোকজ করেন।

ইসি জানায়, মমতাজ বেগম স্থানীয় জনগণের সঙ্গে বিভিন্ন সময়ে সমাবেশের মাধ্যমে নৌকার পক্ষে নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন। এটি নির্বাচনের ৩ (তিন) সপ্তাহ আগে তা নির্বাচন পূর্ব অনিয়ম হিসেবে গণ্য হচ্ছে।

এরকম প্রচারণার মাধ্যমে তিনি জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা-২০০৮ এর বিধি ১২ এর বিধান লঙ্ঘন করেছেন। নির্বাচনি আচরনবিধি লঙঘনের জন্য তাকে আগামী ১৮ ডিসেম্বর দুপুর ১২টায় নির্বাচনি তদন্ত কমিটির কার্যালয়ে উপস্থিত হয়ে অথবা মনোনীত প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদান করার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, চলতি মাসের ১৫ তারিখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হবিবুল আউয়াল নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়নের আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন