আন্তর্জাতিক ডেস্ক:
ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের গুপ্তচরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার (১৬ ডিসেম্বর) ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের সিস্তান বেলুচিস্তান প্রদেশে ওই ব্যক্তির ফাঁসি কার্যকর হয় বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ।
আইআরএনএ জানায়, বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রক্ষা করা, গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ এবং পরে সেগুলো তাদের কাছে বিশেষ করে মোসাদের কাছে হস্তান্তর করার অভিযোগ ছিল ওই ব্যক্তির বিরুদ্ধে। তবে তার নাম প্রকাশ করেনি বার্তা সংস্থাটি।
অভিযুক্ত ব্যক্তি ইসলামিক শাসনতন্ত্রের বিরোধিতা করে এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্য মোসাদ গোয়েন্দাদের সঙ্গে তথ্য আদান-প্রদান করছিল। তবে এই তথ্য দেয়া-নেয়া কোথায় হয়েছে সেই বিষয়ে কিছু জানায়নি আইআরএনএ।
প্রতিবেদন মতে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তি ইরানের নাগরিক। তবে তাকে কবে ও কোথা থেকে আটক করা হয়েছে জানা যায়নি।