হোম রাজনীতি ৫৩ বছরেও বিজয়ের স্বাদ পায়নি মানুষ: শহিদুল কবির

রাজনীতি ডেস্ক:

জালেম, শোষক ও সিন্ডিকেটের সদস্যরা কালো টাকা দিয়ে মানুষের প্রতিবাদী কণ্ঠকে চেপে ধরেছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ প্রজন্ম কাউন্সিলের সভাপতি শহিদুল ইসলাম কবির।

বিজয় দিবস উপলক্ষে শুক্রবার (১৫ ডিসেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

শহিদুল কবির বলেন, দেশের হাতেগোনা কিছু রাজনৈতিক নেতা দলীয় কর্মসূচি পালনে লোক দেখানো বিজয় দিবস পালন করলেও সাধারণ মানুষ ৫৩ বছরেও বিজয়ের প্রকৃত স্বাদ পায়নি। একদিকে ঘুস দুর্নীতি যেমন নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা পাওয়ার ক্ষেত্রে বাধা, তেমনি সরকারি অফিসের সিংহভাগ কর্মকর্তাদের দায়িত্বহীনতার কারণে দেশের দূতাবাস এবং ভিন্ন রাষ্ট্রের কর্মকর্তারা স্বাধীন দেশকে প্রতিনিয়ত অবমাননা করে চলছে। এ বিষয়ে কেউ প্রতিবাদী সাহস দেখাতে পারছে না।

তিনি আরও বলেন, এমন পরিস্থিতি চলতে থাকলে দুর্নীতি দমন কমিশনের নামে সরকার বিরোধীদের দমন কমিশন হয়তো চলবে, দেশের বিজয় দিবস আর স্বাধীনতা দিবস হাজারো বছর পালন হতে থাকতে পারে, কিন্তু দেশের মানুষ জুলুম-নির্যাতন, হয়রানির থেকে মুক্তি পাবে বলে মনে হয় না। বিজয়কে অর্থবহ করতে হলে ঘুস-দুর্নীতি, দুঃশাসন ও সিন্ডিকেটের বিরুদ্ধে দেশের জনগণকে সোচ্চার প্রতিবাদ-প্রতিরোধ করতে হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন