স্পোর্টস ডেস্ক:
এবারের এশিয়া কাপের শুরু থেকেই দুর্দান্ত পারফর্ম করে সেমিফাইনালে পা রেখেছিল পাকিস্তান। সেই পাকিস্তানকে এবার হারিয়ে দিল সংযুক্ত আরব আমিরাত। ফাইনালে ওঠার লড়াইয়ে আরব আমিরাতের দেয়া ছোট লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল।
শুক্রবার (১৫ ডিসেম্বর) দুবাইয়ের আইসিসি একাডেমি স্পোর্টস গ্রাউন্ডে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে আরব আমিরাত। শুরুতে ব্যাট করে পাকিস্তানকে ১৯৪ রানের লক্ষ্য দিয়েছিল আরব আমিরাত। জবাব দিতে নেমে ১৮২ রানে অলআউট হয় পাকিস্তান।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। দলীয় স্কোরে কোনো রান যোগ হওয়ার আগেই সাজঘরের পথ ধরেন ওপেনার শামিল হুসাইন। দলীয় ২২ রানে আউট হন শাহজাইব খান। তবে চাপ সামলে নিয়ে দলকে ভালো অবস্থানে নিয়ে যান অধিনায়ক সাদ বেইগ এবং আজান আওয়াইস।
তৃতীয় উইকেটে আজানকে নিয়ে ৮৫ রানের জুটি গড়েন সাদ। ফিফটিও তুলে নিয়েছিলেন সাদ। তবে এরপরই শুরু বিপর্যয়ের। ৫২ বলে ৫০ রান করে বাদামির বলে এলবিডব্লিউ হন সাদ। পরের ওভারেই রান আউট হন আজান।
দুই সেট ব্যাটারের বিদায়ের পর ৬ রানের ব্যবধানে ফেরেন রিয়াজ উল্লাহ। এরপর দুই রান আউটে নিজেরাই নিজেদের বিপদে ফেলে পাকিস্তান। আয়ান খানের একই ওভারে রান আউট দুটি হয়। ১২১ রানে ৭ উইকেট হারানোর পর দলের হাল ধরার চেষ্টা করেন টেইলেন্ডারের ব্যাটার আলী আফসান্দ এবং আমির হাসান।
২৭ রান করে আমির যখন আউট হন, তখন জয় থেকে ২৯ রান দূরে পাকিস্তান। আলী আফসান এবং মোহাম্মদ জিশান চেষ্টা করলেও সেটা আর করতে পারেননি। জয় থেকে ১২ রান দূরে থামে পাকিস্তান।