হোম রাজনীতি শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিত: নিজেকে নির্দোষ দাবি করলেন এমপি পাটোয়ারী

রাজনীতি ডেস্ক:

নাটোরের বড়াইগ্রাম উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফকে লাঞ্ছিত করার ঘটনায় নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও দ্বাদশ সংসদ নির্বাচনের আওয়ামী লীগের প্রার্থী সিদ্দিকুর রহমান পাটোয়ারী দায়ী নয় বলে দাবি করেছেন তিনি।

শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার বনপাড়া বাজারে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

এ সময় তিনি বলেন, জড়িতরা আমার অনুসারী নয়।

সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, বৃহস্পতিবার কে বা কারা আমার নাম ভাঙিয়ে বড়াইগ্রাম উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে ঢুকে তাকে লাঞ্ছিত করেছে। এ ঘটনা আমার জানা নেই। এমন অনাকাঙ্খিত ঘটনার সঙ্গে আমি সম্পৃক্ত নই। সন্ত্রাসীরা কখনও আওয়ামী লীগের অনুসারী হতে পারে না।

সংবাদ সম্মেলনে শিক্ষা কর্মকর্তার প্রতি সমবেদনা জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে অফিস কক্ষে ঢুকে বড়াইগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রউফকে কিল-চড় ও থাপ্পড় মেরে লাঞ্ছিত করাসহ অফিসের আসাবাবপত্র ভাঙচুর করা হয়। এ ঘটনায় সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারীর ভাগিনা জহির উদ্দিনসহ চার জনের নামে ও অজ্ঞাত পরিচয়ের আরও ৩০ থেকে ৩৫ জনকে অভিযুক্ত করে মামলা করে শিক্ষা অফিসার। বৃহস্পতিবার রাতে মামলা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন