হোম রাজনীতি শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণা তরীকত ফেডারেশনের

রাজনীতি ডেস্ক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের অংশ হিসেবে শেষ পর্যন্ত বাংলাদেশ তরীকত ফেডারেশন মাঠে থাকবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

তরীকত ফেডারেশনের জন্য কোনো আসন ছাড়ের ঘোষণা না থাকলেও নিজের ‘আসন নিশ্চিতের’ দাবি করেন চট্টগ্রাম-২ আসন থেকে গত দুটি নির্বাচনে জয়ী নজিবুল বশর।

তিনি বলেন, ‘আসন বণ্টন নিয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত। জোটকে সাতটি আসন দেয়া হয়েছে। কিন্তু তরীকতের কারও নাম নেই। তবে আমি জানি আমারটা আছে। আমাকে ৪ ডিসেম্বরই বলে দেয়া হয়েছিল।’

তরীকত ফেডারেশনের চেয়ারম্যান বলেন, গত ৪ ডিসেম্বর আমরা গণভবনে যাই। আলোচনা হয়েছে। আমি বক্তব্য রেখেছিলাম। সেদিন কমিটিগুলো করা হয়। ওই দিন ওবায়দুল কাদের সাহেব প্রকাশ্যে কয়েকজনের নাম বলে দিয়েছিলেন। বাকিগুলো আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি আরও বলেন, ‘তিন মাস আগে নিবন্ধন পাওয়া একটি দলকে আওয়ামী লীগ এমপি করলে রাজনীতির বিবেক বলে কিছু থাকবে। জোটনেত্রী অবশ্যই আমাকে মূল্যায়ন করবেন।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন