হোম রাজনীতি গাইবান্ধা-৪: দ্বিগুণ সম্পদ বেড়েছে এমপি মনোয়ার ও তার স্ত্রীর

রাজনীতি ডেস্ক:

গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী ও তার স্ত্রী দুজনেরই সম্পদ বেড়েছে। সেই সঙ্গে তার ফ্লাট ও গাড়ি বৃদ্ধি পেয়েছে। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে একটি জিপ গাড়িতে চলতেন তিনি। এমপি হওয়ার পর গাড়ির সংখ্যা দ্বিগুণ হয়েছে। যার মূল্য ১ কোটি ৪৬ লাখ টাকা।

দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনে হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।

হলফনামার তথ্যে দেখা যায়, সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরীর পাঁচ বছরে জমির পরিমাণ না বাড়লেও কৃষি খাত থেকে তার আয় দেখিয়েছেন ২ লাখ ২০ হাজার টাকা। ২০১৮ কৃষি খাত থেকে ১ লাখ ৬৫ হাজার টাকার আয় দেখিয়েছিলেন। এতে দেখা যায়, কৃষি খাত মনোয়ার হোসেনের আয় বেড়েছে।

একাদশ সংসদ নিবার্চনে শিক্ষক, চিকিৎসক ও আইনি পরামর্শ থেকে বার্ষিক আয় দেখান ৭ লাখ ২৮ হাজার ৩৩৩ টাকা। দ্বাদশ সংসদ নিবার্চনে দেওয়া হলফনামায় সংসদ সদস্য এ খাতে বার্ষিক আয় দেখাননি। এছাড়া একাদশ নিবার্চনের হলফনামায় স্থাবর ও অস্থাবর সম্পদ দেখানো হয় মোট ৫৭ লাখ ১৫ হাজার টাকা। এর মধ্যে অস্থাবর সম্পদ হিসাব দেখিয়েছিলেন নগদ ১ লাখ, ব্যাংক জমা ৩ লাখ ২৫ হাজার টাকা, ৪৮ লাখ টাকা মূল্যের একটি জিপ গাড়ি,

স্থাবর সম্পদ হিসেবে দেখান, ৪০ হাজার টাকার বিভিন্ন আসবাবপত্র, ৪ লাখ ৫০ হাজার টাকার মূল্যের ৫ কাটা জমি।
এছাড়া স্ত্রীর সম্পদ দেখান নগদ টাকা ১ লাখ ৫০ হাজার টাকা, ব্যাংকে জমা ১১ লাখ ১০ হাজার, শেয়ার কেনা বাবদ ৪৬ হাজার ৯শ ৮০ টাকা, বিভিন্ন সঞ্চয় ৬ লাখ টাকা, ইলেকট্রনিক সামগ্রী ১ লাখ টাকা, ৫ লাখ ৬০ হাজার টাকার মূল্যের ১১ ভরি স্বর্ণ, বিভিন্ন আসবাবপত্র ৩ লাখ ১০ হাজার টাকা আর ৩ লাখ ৭০ হাজার টাকার মূল্যের একটি কার গাড়ি ও স্থাবর সম্পদ পাঁচটি ফ্ল্যাট।

দ্বাদশ নিবার্চনে হলফনামায় স্ত্রীর স্থাবর ও অস্থাবর সম্পদ দেখানো হয় ৭৪ লাখ ৬০ হাজার টাকা। এর মধ্যে ব্যাংকে জমা ১২ লাখ টাকা, নগদ ১ লাখ ৫০ হাজার টাকা, বিভিন্ন সঞ্চয় ৫ লাখ টাকা, ৪০ লাখ টাকা মূল্যের শীতাতাপ নিয়ন্ত্রিত দুইটি কারগাড়ি, অস্থাবর সম্পদ হিসেবে আরও ১১ লাখ টাকা মূল্যের ১১ ভরি সোনা, ৩ লাখ ১০ হাজার টাকার ইলেক্ট্রনিক সামগ্রী, ২ লাখ টাকার ওয়াশিং মেশিন ও ল্যাপটপ ।

স্থাবর সম্পদ ঢাকায় দশটি ফ্লাট। পাঁচ বছরে একটি কার গাড়িসহ সাংসদের স্ত্রীর পাঁচটি ফ্লাট বেড়েছে। গত পাঁচ বছর তার স্ত্রীর স্থাবর ও অস্থাবর সম্পদ বেড়েছে দ্বিগুণের বেশি। আর সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরীর দেখানো হয় ১ কোটি ৫৮ লাখ ৯০ হাজার টাকা। যার মধ্যে নগদ টাকা ১ লক্ষ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ৭ লক্ষ টাকা, দুটি গাড়ি এক কোটি ৪৬ লাখ টাকা, বিভিন্ন ধরনের আসবাবপত্র ৪০ হাজার টাকা, চার লাখ ৫০ টাকার ৫ কাঠা জমি।

গত পাঁচ বছরে তার স্থাবর ও অস্থাবর সম্পদ বেড়েছে প্রায় তিন গুণ আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরীর দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন। এরমধ্যে ২০০৮ ও ২০১৮ সালে নির্বাচিত হলেও ২০১৪ সালে নিজ দলের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর কাছে তিনি পরাজিত হন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন